কলকাতা: ছোট পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'সোহাগ জল' (Sohag Jol)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং হানি বাফনাকে (Honey Bafna)। ইতিমধ্যেই নেট দুনিয়ায় পোস্ট হয়েছে ধারাবাহিকের প্রোমো। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিচ্ছেদকে নিয়েই এগোবে এই ধারাবাহিকের গল্প।


'সোহাগ জল' ধারাবাহিকের প্রোমো-


সম্প্রতি নেট দুনিয়ায় পোস্ট করা হয়েছে 'সোহাগ জল' ধারাবাহিকের প্রোমো। সম্প্রচারিত চ্যানেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ধারাবাহিকের যে প্রোমো শেয়ার করা হয়েছে, তাতে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনাকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে লোপামুদ্রা সিনহা, পুষ্পিতা মুখোপাধ্যায়, সপ্তর্ষী রায় এবং আরও অনেককে।


'সোহাগ জল' ধারাবাহিকের গল্প শুরু হচ্ছে বিচ্ছেদ দিয়ে। প্রোমোতে দেখা যাচ্ছে, বিচ্ছেদ হতে চলেছে জুঁই (শ্বেতা ভট্টাচার্য) এবং শুভ্রর (হানি বাফনার)। বিচ্ছেদের আগের দিন পর্যন্ত সংসারের সমস্ত কাজ নিপুনভাবে করছে জুঁই। শ্বশুরকে চা দেওয়া থেকে শাশুড়িকে খয়ের ছাড়া পান সেজে দেওয়া। ননদকে গরম জল করে দেওয়া। বাড়ির সকলেই জুঁইকে খুব ভালোবাসে। কিন্তু স্বামীর সঙ্গে তার সম্পর্কের সুতোটা যেন ছিঁড়ে গিয়েছে। বাড়ি ছেড়ে চলে যাচ্ছে জুঁই। যাওয়ার সময় তাকে আটকায়ও শুভ্র। কিন্তু জুঁই থামে না। 


আরও পড়ুন - Kareena Kapoor Khan: রণবীর-আলিয়ার মেয়ের নাম ঘোষণার পরই উচ্ছ্বসিত করিনা কী করলেন?


'সোহাগ জল' ধারাবাহিকের প্রোমোতে বলা হয়েছে, দূরে গিয়েও কাছে আসা যায়। জুঁই আর শুভ্রর সম্পর্কের সুতো কি আবার জুড়বে? নাকি চিরকালের মতো বিচ্ছেদ হয়ে যাবে ওদের? জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়। 'সোহাগ জল' সম্প্রচারিত হবে আগামী ২৮ নভেম্বর থেকে সোমবার থেকে শনিবার রাত ৯টায় জি বাংলায়। এই ধারাবাহিক দিয়েই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনা।



প্রসঙ্গত,  শ্বেতাকে দেখা যেতে চলেছে শীঘ্রই বড় পর্দাতেও। দেব ও মিঠুন চক্রবর্তীর ছবি 'প্রজাপতি'তে অভিনয় করছেন তিনি। এই ছবিই শ্বেতার প্রথম টলিউড ডেবিউ হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ক্ল্যাপস্টিকের সঙ্গে দেবতাদের মূর্তির ছবি শেয়ার করে নিয়েছেন শ্বেতা। অপর একটি ছবিতে এক ফ্রেমে দেখা যাচ্ছে শ্বেতা, মিঠুন ও অতনু রায় চৌধুরী (Atanu Roy Chowdhury)। ক্যাপশানে শ্বেতা এক নতুন পথ চলার শুরুর কথা লিখেছেন। সেইসঙ্গে জানিয়েছেন, তিনি আপ্লুত, উৎসাহিত ও আবেগপ্রবণ, কারণ প্রথম ছবিতেই তিনি মমতা শঙ্কর (Mamata Shankar), মিঠুন চক্রবর্তী ও দেবের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। প্রযোজক অতনু রায়কে তিনি ধন্যবাদ জানিয়েছেন এই ছবিতে তাঁকে সুযোগ করে দেওয়ার জন্য। শ্বেতা আরও জানিয়েছেন, এই বছরের শেষে, বড়দিনের ছুটিতে মুক্তি পাবে তাঁদের নতুন ছবি প্রজাপতি। পরিচালক অভিজিৎ সেনের এই ছবি বাবা ও ছেলের সম্পর্কের গল্প বলবে।