কলকাতা: ২৫ সেপ্টেম্বর অর্থাৎ আগামী শনিবার থেকে স্টার জলসায় আসতে চলেছে মজার গেম শো 'গোলেমালে গোল'। দর্শকদের অনাবিল আনন্দ দিতে একঝাঁক তারকাদের নিয়ে শুরু হচ্ছে এই অনুষ্ঠান। আর এই মজার অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন অভিনেতা সৌরভ দাস। 


একে সপ্তাহান্ত, তার ওপর বাংলা বিনোদন দুনিয়ার বাছাই করা ১২ জন প্রতিযোগী ও একজন সঞ্চালক।  দর্শকদের নিখাদ আনন্দ দিতে এই শো। তবে আর পাঁচটা শোয়ের মতো নয় 'গোলেমালে গোল'। এখানে পুরো মজাটাই হবে রান্নার আবহে। অর্থাৎ একদিকে রান্না অন্যদিকে নানারকমের খেলা। 


শোয়ের ১২ প্রতিযোগী নাম শুনলেই দর্শকেরা আন্দাজ করতে পারবেন যে কী ধরণের গেম-শো হবে এটি। পরিচালনার দায়িত্বে রয়েছেন সঙ্গীত তিওয়ারি। তিনি বিস্তারিত জানান, গোটা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকছেন অভিনেতা সৌরভ দাস। এছাড়া মূলত দুটি দল থাকবে, 'রাপচিক রাঁধুনি' ও 'গুবলেট গ্যাং'। প্রথম দল 'রাপচিক রাঁধুনি'-তে থাকবেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সমিধ মুখোপাধ্য়ায়, দর্শনা বণিক, মোনালিসা পাল, জিতু কমল ও অনন্যা বিশ্বাস। অন্যদিকে 'গুবলেট গ্যাং'-এ থাকছেন সায়ন ঘোষ, ভিকি নন্দী, তানিয়া রায়, রাজু মজুমদার, তরঙ্গ সরকার, সঙ্ঘশ্রী সিংহ। 


'মীরাক্কেল'-এর মঞ্চে প্রথমে প্রতিযোগী এবং পরে মেন্টর হিসেবে আত্মপ্রকাশ 'গোলেমালে গোল'-এর পরিচালক সঙ্গীত তিওয়ারির। এরপর শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে ক্যামেরার পিছনে দীর্ঘদিনের কাজ। সেই ছোট ছোট সিঁড়ি পেরিয়েই আজ সম্পূর্ণ নিজে একটা শো পরিচালনা করছেন তিনি। এই শোয়ের শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সঙ্গীত বলেন, 'প্রথমদিন শ্যুটিংয়ে এসে এই ১২ জনকে হ্যান্ডল করা সত্যিই কঠিন মনে হয়েছিল খুব। কখনও সকলে একসঙ্গে কথা বলতে শুরু করছে তো কখনও হাসি-ঠাট্টা চলছে। কীভাবে কাজ এগোবে তাই বুঝতে পারছিলাম না। তবে দু-তিন দিন কাজ করার পর সকলেই যখন বুঝতে পারলেন যে আমরা কী চাইছি, তখন আর সমস্যা হয়নি।'


সঞ্চালক সৌরভ দাসের কথায়, 'সকলেই ধীরে ধীরে নিজের ভূমিকা নিজেরা বুঝে নিয়ে কাজ করেছি। তখন কাজ করতে অসুবিধা হয়নি এবং মজাও হয়েছে খুব।'


এই শোয়ের প্রত্যেক দিন দুটো দল থেকে দু'জন করে জুড়ি তৈরি করা হবে। রাঁধুনিদের রান্না করতে হবে এবং  তাঁদের সেই কাজ গুবলেট করে দেওয়ার দায়িত্বে থাকবেন 'গুবলেট গ্যাং'-এর সদস্যরা। প্রত্যের পর্বে একেকটা বিশেষ বিশেষ ডিশ তৈরি করতে হবে। সেগুলির বিশেষ নামকরণও হয়েছে যেমন, 'ডিম মুরগীর ভাল বাসা', 'চিকেন তালপাতুরী' ইত্যাদি। পর্বের শেষে সেলেব্রিটি শেফ ও বিচারক দোয়েল সারাঙ্গি সিদ্ধান্ত নেবেন কার রান্না সবচেয়ে ভাল হয়েছে। মজার ব্যাপার এই শোয়ে কোনও এলিমিনেশন নেই। অর্থাৎ কেউ বাদ পড়বেন না। পরিচালকের কথায়, 'শেষ পর্ব পর্যন্ত গোটা পরিবার একসঙ্গে থাকবে।' 


দুই দলের গণ্ডগোল কীভাবে সামাল দিলেন সঞ্চালক? 'সঞ্চালকদের খানিক ডিপ্লোম্যাটিক হতে হয়। আমরা খুব মজা করে শ্যুট করেছি। গণ্ডগোল পাকিয়েছে কেউ তাতে আমরা কখনও উৎসাহও দিয়েছি খেলার অঙ্গ হিসাবে। কিন্তু মজার ছলে হলেও অনেক সময়েই হয়েছে কোনও নির্দিষ্ট রান্না করতে গিয়ে হয়তো এমন কারও নাম মনে পড়ল যিনি আমাদের মধ্যে আর নেই। তাঁকে তখন সেই ডিশটা উৎসর্গ করা হয়েছে। হাসির ছলে হলেও কাজটা খুব মন দিয়ে করেছি সকলেই।'


ভার্চুয়াল মিটে 'গোলেমালে গোল' শোয়ের ঘোষণা হয় বুধবার। উপস্থিত ছিলেন শোয়ের প্রায় গোটা টিম। সেখানেই তাঁদের খুনসুটি এবং হাসি-ঠাট্টা, মশকরা থেকে স্পষ্ট প্রতি শনি ও রবিবারের এই এক ঘণ্টার পর্ব দেখতে দেখতে দর্শকদের পেটে খিল ধরবেই। আগামী শনিবার থেকে দুপুর ৩টে থেকে ৪টে পর্যন্ত দেখা যাবে এই অনুষ্ঠান।