কলকাতা: বাংলা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) ১২৮ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি 'আনন্দমঠ' (Anandamath) নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করলেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee)।
কী কী চমক থাকছে এই নতুন ছবিতে?
এবার বড়পর্দায় আসতে চলেছে বঙ্কিমচন্দ্রের জনপ্রিয় উপন্যাস 'আনন্দমঠ'। রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবির নাম '১৭৭০ এক সংগ্রাম'। ছবির গল্প লিখছেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তাঁর হাতেই 'লার্জার দ্যান লাইফ' হয়ে উঠেছে 'বাহুবলী' ও সদ্য মুক্তিপ্রাপ্ত 'আর আর আর'। হিন্দি, তামিল ও তেলুগু, এই তিন ভাষায় মুক্তি পাবে ছবিটি।
সুজয় কুট্টি ও রাম কমল মুখোপাধ্যায় তৈরি করছেন এই ছবি। ৮ এপ্রিল, বঙ্কিমচন্দ্রের ১২৮ তম মৃত্যুবার্ষিকীতে এই হেভি বাজেট ছবির কথা ঘোষণা করেন। এই ছবি 'বন্দে মাতরম' রচনারও ১৫০ বছর পূর্তি উপলক্ষ্য করে তৈরি হবে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 'স্বরাজ আন্দোলন' গড়ে তুলতে যা সাহায্য করে ছিল। ১৮৭২ সালে বঙ্গদর্শন পত্রিকায় ছাপা হয় 'আনন্দমঠ' উপন্যাস যার জন্য এই গানটি রচনা করেন বঙ্কিমচন্দ্র। বলাই বাহুল্য এই ছবিও বেশ বড় আকারেই তৈরি হবে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন এসএস ওয়ান এন্টারটেনমেন্টের শৈলেন্দ্র কুমার ও পি কে এন্টারটেনমেন্টসের সূরজ শর্মা।
কে ভি বিজয়েন্দ্র প্রসাদের কথায়, 'সুজয় যখন 'আনন্দমঠ'-এর জন্য আমার কাছে এলেন, আমি কিছুটা হতবাক হয়ে গিয়েছিলাম। আমি অনেক বছর আগে উপন্যাসটি পড়েছিলাম, এবং সত্যি কথা বলতে, আমি মনে করিনি যে আজকের প্রজন্ম এই বিষয়ের সঙ্গে সংযোগ করতে সক্ষম হবে। কিন্তু যখন আমি রাম কমলের সঙ্গে দেখা করি এবং তিনি 'আনন্দমঠ' সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি ভাগ করেন, তখন বুঝি তিনি উপন্যাসটি সম্পূর্ণ ভিন্নভাবে গ্রহণ করেছেন। এটি বাণিজ্যিক এবং মানুষের আবেগের সঙ্গে সংযুক্ত ছিল। কয়েকটা সেশনের পর, এখন আমি সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ নিয়ে এই বিষয়ে কাজ করতে পেরে উত্তেজিত। 'আনন্দমঠ'-এর সেই আবেগ ও জাদু আবার তৈরি করা আমার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হবে।'
মূলত হায়দরাবাদ, পশ্চিমবঙ্গ ও লন্ডনে হবে ছবির শ্যুটিং। মে মাসের শেষের দিকে প্রথম টিজার পোস্টারও প্রকাশ্যে আসতে চলেছে। ২০২২ সালের অক্টোবরে শুরু হতে পারে শ্যুটিং। প্রি-প্রোডাকশনে ১২০ দিন মতো সময় লাগবে বলে জানা গেছে। পরিচালক রাম কমলের মতে প্রায় দেড় বছর লাগতে পারে এই ছবিটি তৈরি হতে।