কলকাতা: 'ভূতে বিশ্বাস করেন?' (Bhoote Biswas Koren) এবার সেই প্রশ্নই দর্শকের দিকে ছুড়ে দিচ্ছেন পরিচালক অজিতাভ বরাট (Ajitava Barat)। আসছে নতুন ছবি। অভিনয়ে শিলাজিৎ মজুমদার (Silajit Majumdar) ও শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। 


পরিচালকের প্রথম ছবি


ভূতের ছবি (Horror movie) দিয়ে পরিচালনায় পা রাখলেন অজিতাভ বরাট। গল্প লিখেছেন নিজেই। যোগ্য সঙ্গতে প্রিয়া ঘোষ। ছবিতে মূল দুই চরিত্রে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার ও শ্রীলেখা মিত্র। 


ছবির গল্পের পরতে পরতে রয়েছে রহস্য। গ্রামের রাত। ফাঁকা রাস্তা। মাঝে মাঝে দেখা মেলে কিছু গাছের। ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে ছুটে চলেছে একটা গাড়ি। খানিক এগিয়েই দাঁড়িয়ে পরে গাড়িটি। নেমে আসেন একজন মহিলা। এদিক ওদিক তাকিয়ে দেখেন, চারপাশ অন্ধকার, কোনও বাড়িঘরও নেই। অগত্যা ফিরে গাড়িতে উঠতে যাবেন, ঠিক এমন সময় চোখে পড়ে অনেক দূরে একটা আলো জ্বলছে। মাটির বাড়ি। গোটা এলাকায় ওই একটাই বাড়ি।


গাড়ি থেকে একটা টর্চ বের করে উৎসুক মহিলা এগিয়ে যান সেই বাড়িটার দিকে। দরজায় কড়া নাড়তেই বেরিয়ে আসেন এক ভদ্রলোক। উস্কো খুস্কো চুল, চোখে চশমা। পেশায় তিনি পরিচালক। ভদ্রলোক ওই মহিলাকে ভিতরে আসতে বলেন। এরপর থেকেই শুরু হয় গল্পের কাহিনি।


এই গল্পে প্রবাল বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ও গায়ক শিলাজিৎ মজুমদার ও রুশার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।


আরও পড়ুন: Mini Official Trailer: মাসি-বোনঝি জুটির ভালবাসা থেকে খুনসুটি, প্রকাশ্যে 'মিনি'র ট্রেলার


তিনটি গল্পের সমাহার


তিনটি ভূতের গল্পের প্রথমটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। একজন পারিবারিক চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। পরের গল্পে রয়েছেন অভিনেতা কুশল চক্রবর্তী। একজন মনোচিকিৎসকের ভূমিকায়। এছাড়াও অপর প্রধান চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়।


ছবির শ্যুটিং শুরু হয়েছে ৮ এপ্রিল থেকে। ২২ মে পর্যন্ত শ্যুটিং চলবে বলে জানা যাচ্ছে। কলকাতা, বোলপুর ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শ্যুটিং চলবে।