কলকাতা: প্রেম আর এক মেয়ের স্বপ্নপূরণের গল্প নিয়ে আসছে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' (Diamond Didi Zindabad)। এই ধারাবাহিকের মুখ্যভূমিকায় থাকছেন অভিনেত্রী ডোনা ভৌমিক (Dona Bhowmik)। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা অয়ন ঘোষ (Ayaan Ghosh)-কে। 


এই ধারাবাহিকের মুখ্যচরিত্রের নাম ডায়মন্ড মণ্ডল। এই চরিত্রেই দেখা যাবে ডোনাকে। তাঁর বাবা একজন সিকিউরিটি গার্ড বা বাড়ি বাড়ি কাজ করেন তাঁর মা। অন্যান্য গুণ থাকা সত্ত্বেও ডায়মন্ড বাধ্য হয় পরিবারকে আর্থিকভাবে সমর্থন করার জন্য একটি শপিং মলের ফুডকোর্টে কাজ করতে। কিন্তু স্বপ্ন দেখা ছাড়ে না ডায়মন্ড। অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) সিনেমাই তাঁর জীবনের অনুপ্রেরণা। ডায়মন্ড স্বপ্ন দেখে আরও ভালভাবে বাঁচার। 


কিন্তু ইতিমধ্যেই ঘটে যায় একটি অপ্রিয় ঘটনা। শপিং মলের একটি ঘটনায়, চুরির দোষ চাপানো হয় ডায়মন্ডের কাঁধে। সেই ঘটনার তদন্ত করে জানা যায়, ডায়মন্ড নির্দোষ। কিন্তু অপমানিত হয়ে চাকরি ছেড়ে দেয় ডায়মন্ড। সেই মলের বাইরেই একটি খাবারের দোকান খোলে সে। খুব অল্প সময়ের মধ্যেই দাঁড়িয়ে যায় ডায়মন্ডের ব্যবসা। অন্যদিকে ঋদান একটি ভাল পরিবারের ছেলে। তাঁর পেশা ফুড -ব্লগিং করা। আর সেই সূত্র ধরেই ঋদানের সঙ্গে আলাপ হয় ডায়মন্ডের। 


কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঋদানের সঙ্গে, ঋদানের সমস্যাগুলোর সঙ্গেও জড়িয়ে যায় ডায়মন্ডের জীবন। ঋদানের শত্রুদের চক্ষূশূল হয়ে ওঠে ডায়মন্ড। প্রাণ বাঁচাতে বিয়ে করে তারা। কিন্তু তারপর? এখান থেকেই আকর্ষণীয় মোড় নেবে ধারাবাহিকের গল্প। আগামীকাল থেকে সোম থেকে শনিবার, রাত ৯টার সময় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক। 


পাশাপাশি, একই দিন থেকে জি বাংলার পর্দায় শুরু হচ্ছে আরও একটি নতুন ধারাবাহিক। নাম 'পূবের ময়না'। মুখ্যভূমিকায় গৌরব। 


 






আরও পড়ুন: Sidhartha Mallya Wedding: ছোট অনুষ্ঠান, কিন্তু এলাহি ব্যবস্থা, বিয়ে সারলেন বিজয় মাল্যর ছেলে, সামনে এল নবদম্পতির ছবি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।