কলকাতা: গত কয়েকদিন থেকেই চলছে তোড়জোড়, আর আজই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)। সাত পাকে বাঁধা পড়বেন জাহির ইকবাল (Zaheer Iqbal)-এর সঙ্গে। আজ, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে করবেন সোনাক্ষী। কিন্তু নিজের বিয়ে নিয়ে এর আগে কী পরিকল্পনার কথা জানিয়েছিলেন সোনাক্ষী? 


সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনাক্ষীর ২০২২ -এর ক্লিপিংস। সোনাক্ষীকে সেখানে বলতে শোনা গিয়েছিল, 'আমি কিন্তু নিজের বিয়েতে খুব নাচব।' এরপরে পাপারাৎজিরা প্রশ্ন করেন, কবে বিয়ে হবে সোনাক্ষীর? উত্তরে সোনাক্ষী বলেন, 'হবে হবে। অবশ্যই হবে। আমি নিজেই জানি না কবে হবে। এখনও ঠিক করিনি।' অবশেষে সেই দিন। আজই সাত পাকে বাঁধা পড়বেন সোনাক্ষী।  জাহিকের সঙ্গে দীর্ঘদিনের প্রেম সোনাক্ষীর। তবে জাকিরের ধর্ম আলাদা। আর সেই বিষয় নিয়েই চর্চা ছিল। শোনা গিয়েছিল, সোনাক্ষীর পরিবারের কেউ রাজি ছিলেন না এই বিয়েতে। ভিন্ন ধর্মে বিয়ে করার ফলেই নাকি এই মন কষাকষি। তবে সেই গুঞ্জন থামিয়ে দিয়েছেন খোদ শত্রুঘ্ন সিংহই। পাপারাৎজিদের সামনে হবু জামাইয়ের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। 


আজ সোনাক্ষী বিবাহবেশ হিসেবে কী বেছে নেবেন, সেই নিয়েও চর্চার অন্ত নেই সোশ্যাল মিডিয়ায়। অনেকের মতেই, সোনাক্ষী আজ বলিউডের রীতি মেনে প্যাস্টেল সেডের লেহঙ্গা পরবেন। অনেকেই আবার মনে করছেন, লেহঙ্গা নয়, সোনাক্ষী পরবেন সারারা। সবাই এখন তাকিয়ে রয়েছেন সোনাক্ষীর বিয়ের ছবি কবে আসবে প্রকাশ্যে। সদ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সোনাক্ষীর বিয়ের মেহেন্দির ছবি। এর আগে, সোনাক্ষী প্রকাশ্যে এসেছিলেন গাঢ় নীল কুর্তা সালোয়ারে। মাথায় দিয়েছিলেন ওড়না তুলে। পাপারাৎজিদের মাধ্যমেই ভাইরাল হয়েছিল এই ছবি। 


গতকাল থেকেই সোনাক্ষীর বাড়ি সেজে উঠেছে আলোর মালায়। গতকাল, অর্থাৎ শনিবার সোনাক্ষীর বাড়িতে বিবাহ পূর্ববর্তী পুজোরও আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিয়েছিলেন দুই পরিবারের সবাই।


 



 


আরও পড়ুন: Akshay Kumar's Beat Root Tikki: অক্ষয় কুমারের প্রিয় স্ন্যাক্স, কীভাবে ঘরেই বানাবেন এই ভাইরাল বিটরুট টিক্কি?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।