New Song Release: মুক্তি পেল 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-এর নতুন গান 'ভাই কা বার্থডে'

Antim New Song Release: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সলমন খানের আগামী ছবি 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবির ট্রেলার। ছবিতে সলমন খান ছাড়াও অভিনয় করতে দেখা যাবে আয়ুষ শর্মাকে। যিনি আবার ভাইজানের ভগ্নিপতীও।

Continues below advertisement

মুম্বই: মুক্তি পেল সলমন খান, আয়ুষ শর্মা, যিশু সেনগুপ্ত অভিনীত 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-এর নতুন গান 'ভাই কা বার্থডে'। গানটি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভাইজান সলমন খান। হিতেশ মোদকের সুরে 'ভাই কা বার্থডে' গানটি গেয়েছেন সাজিদ খান। গানটি লিখেছেন নিতীন রাইকওয়ার। 

Continues below advertisement

দীর্ঘ অপেক্ষার অবসানের পর কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সলমন খানের আগামী ছবি 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবির ট্রেলার। এই ছবিতে সলমন খান ছাড়াও অভিনয় করতে দেখা যাবে আয়ুষ শর্মাকে। যিনি কিনা আবার ভাইজানের ভগ্নিপতীও বটে। পরিচালক মহেশ মঞ্জরেকরের ছবি কেমন হতে চলেছে, তার একটা ঝলক পাওয়া গেল ছবির ট্রেলার দেখেই।

 

'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে অভিনেতা হিসেবে ছাড়াও প্রযোজক হিসেবেও দেখা যাবে সলমন খানকে। কয়েকদিন আগেই ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছিলেন ভাইজান। যেখানে আয়ুষ শর্মাকে আদর্শ অ্যাকশন হিরোর লুকে দেখতে পেয়েছিলেন তাঁর অনুরাগীরা। তারপর ছবির ট্রেলার মুক্তি পায়। যা দেখে সঙ্গে সঙ্গে কমেন্ট ভরে ওঠে নেট নাগরিকদের। এই ছবিতে সলমন খান, আয়ুষ শর্মা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রজ্ঞা জয়সওয়াল, মহিমা মাকওয়ানার মতো অভিনেতাদের। এছাড়াও ছবির একটি গানে বিশেষ চরিত্রে দেখা যাবে বরুণ ধবনকেও। 'বিঘ্নহর্তা' গানের পর এবার মুক্তি পেল ছবির অপর গান 'ভাই কা বার্থডে'। 

আরও পড়ুন: Dhanteras 2021: ধনতেরসে সোনা-রুপোর গয়না কিনছেন? দেখে নিন বলিউড তারকাদের সংগ্রহ

Continues below advertisement
Sponsored Links by Taboola