কলকাতা: মুক্তি পেল নতুন গান, 'সোনালী দুপুর' (Shonali Dupur)। একসঙ্গে এই গানে কাজ করলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীজাত (Srijato Bandyopadhyay), জয় সরকার (Joy Sarkar) ও ওপার বাংলার ফারজানা সিফাত (Farzana Sifat)। মুক্তি পেয়ে গেছে সেই নতুন গান।


শ্রীজাত-জয়-ফারজানার মেলবন্ধনে নতুন গান


সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন গান 'সোনালী দুপুর'। গানটি লিখেছেন (Lyrics) শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay)। সঙ্গীত পরিচালনায় সঙ্গীত পরিচালক (Music Director) জয় সরকার (Joy Sarkar)। গানটি গেয়েছেন (Singer) ফারজানা সিফাত (Farzana Sifat)। 


গানের মধ্যে কত অনুভূতিই না থাকে। কোনও গানে শৈশব, কোনও গানে স্মৃতি তো কোনও গানে কাছের মানুষকে আবার ফিরে পাওয়া। কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া এই 'সোনালী দুপুর' গানে সেই সবকটি আছে শৈশবের পুরনো স্মৃতি, আবেগ ও কাছের মানুষটা আবার কাছে ফিরে পাওয়ার অনুভূতি রয়েছে। এইসব অনুভূতি নিয়েই তৈরি হয়েছে এই গানটি।


শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কথায়, জয় সরকারের সঙ্গীত পরিচালনায় বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় শিল্পী ফারজানা সিফাত গানটি গেয়েছেন। সৌমজিৎ আদকের পরিচালনায় গানটিতে দেখা গেছে ফারজানা সিফাত, শিশু শিল্পী রূপদীপ্তা মুখোপাধ্যায় এবং লীনা মুখোপাধ্যায়কে। 


 



এর আগেও ফারজানা সিফাতের সঙ্গে কাজ করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও জয় সরকার। এটি তাঁদের তিনজনের একসঙ্গে দ্বিতীয় কাজ। 


আরও পড়ুন: Shruti Das: 'প্রথম ধারাবাহিক আমায় বাঁচিয়ে রেখেছে' খুদের ভিডিও পোস্ট করে আবেগপ্রবণ শ্রুতি


শিল্পী জয় সরকারের কথায়, 'ফারজানা সিফাতের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। এর আগেও আমাদের কাজ হয়েছে। তবে এবারের গানটা পুরোপুরি আলাদা। ভিন্ন ধরনের স্বাদ পাবে সঙ্গীত প্রেমীরা। সৌম্যজিত পরিচালনা করেছে গানটার ভিডিও শ্যুটিংয়ে। আশা করছি গানটি ভাল লাগবে সকলের।'


আরও পড়ুন: Belashuru: ২৭ মে গোটা দেশে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু', শুভেচ্ছা জানালেন ভাগ্যশ্রী, আরবাজ