কলকাতা: ব্যক্তিগত থেকে পর্দা, তাঁর দুই জীবনই বদলে দিয়েছিল এই ধারাবাহিক। 'ত্রিনয়নী'। এরপর অন্যান্য ধারাবাহিকে অভিনয় করলেও 'ত্রিনয়নী'-র কেন্দ্রীয় চরিত্র যেন ছাপ ফেলেছে তাঁর জীবনে। আজ সোশ্যাল মিডিয়ায় এক খুদের মিহি কথার আবদার যেন ফের একবার পুরনো সেই ধারাবাহিকের কথা মনে করিয়ে দিল অভিনেত্রী শ্রুতি দাসকে (Shruti Das)। সোশ্যাল মিডিয়ায় খুশি আর ভিডিও দুইই শেয়ার করে নিলেন তিনি। 


আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন শ্রুতি। সেখানে দেখা যায়, এক খুদে তাঁর 'ত্রিনয়নী'-র চরিত্রের নাম নয়ন কে নয়ন আন্টি বলে বলছে, "তোমায় আমি অনেকবার ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। আমি যখন কাটোয়া যাব তোমার সঙ্গে দেখা করব।' প্রসঙ্গত, শ্রুতির বাড়ি কাটোয়ায়। এই ভিডিও শেয়ার করে শ্রুতি লিখেছেন, 'জীবনের প্রথম ধারাবাহিক আদতেই আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে। রাস্তাঘাটে এখনও নয়ন বলেই অধিকাংশ মানুষজন ডেকে ওঠেন। এ পাওয়া পরম পাওয়া। আট থেকে আশি সবাই এখনও নয়ন কে মনে রেখেছেন এই ঋণ অনস্বীকার্য। ধন্যবাদ ত্রিনয়নীর সাথে যুক্ত সকলকে আমায় সহযোগীতা করার জন্য।নয়ন-নোয়ার পর এখনও অবধি কিছু পাইনি, যা অবস্থা দেখছি,না পেলেও আক্ষেপ থাকবে না। প্রথম চরিত্রের রেশ রয়ে গেছে, থেকে যাবে।'



এই ধারাবাহিকের সূত্র ধরেই শ্রুতি আর স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেম। তাঁদের প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চাও কম হয়নি। তিনি চিরকালই বিতর্কের কেন্দ্রে। গায়ের রঙ থেকে শুরু করে বয়সে অনেকটা বড় পরিচালকের সঙ্গে প্রেম, শ্রুতিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বার বার। 'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি। ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি। যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা। প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি। তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে ওঠে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি। অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া স্বর্ণেন্দুর প্রোফাইলেও। তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা, 'এনগেজডট'।


আরও পড়ুন: Bidisha Death: 'দূরারোগ্য অসুখ ছিল', সুইসাইড নোটে লিখলেন বিদিশা, বান্ধবীদের দাবি, 'সুস্থ ছিলেন'


এই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের মুখে পড়েও কখনওই থেমে থাকেননি নায়িকা। প্রতিবারই মুখের মত উত্তর দিয়েছেন সমালোচকদের। এমনকি সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এর বিরুদ্ধে আইনের দ্বারস্থও হয়েছেন তিনি।