কলকাতা: ইতিমধ্যেই চার 'অলক্ষ্মী'-কে নিয়ে জয়দীপ বন্দ্যোপাধ্যায় পাড়ি দিয়েছেন গোয়ায়, সেই খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু তাঁরা কারা? 'ক্লিক'-এর নতুন পোস্টারে দেখা মিলল সেই চার 'অলক্ষী'-র। তাঁরা প্রিয়ঙ্কা মন্ডল (Priyanka Mondal), প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharyya), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee) ও আভেরি সিংহ রায় (Abheri Singha Roy)।
সিরিজের গল্প অনুযায়ী, তিতাস, বর্ষা, হৈ আর রণিতা ছোটবেলা থেকেই বন্ধু৷ মফস্বলের জল হাওয়ায় বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে যাদের ছোটবেলা থেকে পরিবার, সমাজ, সকলে 'অলক্ষ্মী' বলে ডেকেছে। ওদের দস্যিপনা স্কুল পেরিয়ে কলেজ এবং তারও পরে সকলের কাছেই ছিল প্রসিদ্ধ। দেশের আপামর বলিউড প্রেমীদের মত ওরাও 'দিল চাহতা হ্যায়' দেখে ঠিক করেছিল বড় হয়ে তিতাসের ব্যাচেলারেটে গোয়া যাবে৷
শেষমেশ অলক্ষ্মীরা, অর্থাৎ তিতাস, রণিতা, হৈ এবং বর্ষা, পারবে কি তাদের বন্ধুত্বের সমাবর্তন উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়, আপনজনেদের কাছে? 'ডার্ক কমেডি'র মোড়কে নির্মিত 'অলক্ষ্মীজ ইন গোয়া'য় মিলবে সব প্রশ্নের উত্তর।
আরও পড়ুন: Soham Saayoni: স্যুটকেসের মধ্যে মৃতদেহ! খুনের ঘটনায় নাম জড়াল সোহম সায়নীর!
পরিচালকের কথায়, '৫ বছর আগে ভাবা একটা গল্প, ২ বছর ধরে যেটা আমি বানানোর চেষ্টা করছি। অনেকদিক দিয়ে অনেকরকম বাধা এসেছে। সমস্তটা পেরিয়ে সিরিজটা অবশেষে আগামী মাসে পর্দায় আসতে চলেছে। ফলে আমি আপাতত খুবই স্বস্তিতে এবং একইসঙ্গে ভীষণ উত্তেজিত।' তিনি আরও বলেন, 'আমাদের অলক্ষ্মীরা পর্দার সামনে এবং পেছনে একইরকম প্রভাবশালী। টলিউডের পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে অনেক কথা হয়, আমাদের সেটে কিন্তু পুরোদস্তুর মাতৃতন্ত্র চলেছে!'
প্রসঙ্গত, এই সিরিজেই অভিনয় করার কথা ছিল ঐন্দ্রিলা শর্মার। কিন্তু অসুস্থতার জন্য এই সিরিজের কাজ শুরুই করতে পারেননি তিনি।