কলকাতা: কলকাতা শহরে একের পর এক বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলাদের খুন (Murder) হয়ে যাচ্ছে। পর-পর পাঁচজন মহিলাকে নৃশংসভাবে হত্যা করেছে খুনি। খুনের পর সূত্র রেখে যাচ্ছে নিজেই। সূত্র ওই মহিলাদের শরীরের কাটা অঙ্গ আর একটা করে ধাঁধা। খুনিকে ধরতে হন্যএ হয়ে যাচ্ছে লালবাজার পুলিশ। লালবাজারের জয়েন্ট কমিশনার অফ পুলিশের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির উড়ো চিঠি এসে পৌঁছয়। পুলিশ জানতে পারে যে, কলকাতার এক জায়গায় বোমা রাখা আছে। শুধু এইটুকু তথ্যই খুঁজে বের করতে পারে পুলিশ। 


এরপর শুরু হয় চিরুনি তল্লাসী। তার সঙ্গে চলতে থাকে শহরে একের পর এক হত্যা। বিভিন্ন পেশার মহিলাদের খুন করে অঙ্গ কেটে নেওয়ার অভিনব এবং নৃশংস প্রণালী। পুলিশের পক্ষ থেকে একজন সম্ভাবন্য সিরিয়াল কিলারের উপর কড়া নজরদারি দারি করা হয়। তারপর?


নতুন ওয়েব সিরিজ-


গায়ে কাঁটা দেওয়ার মতো এই ঘটনা সত্যিকারের নয়। আসছে নতুন ওয়েব সিরিজ (Web Series) 'সাইন অফ ফাইভ'। আর এই ক্রাইম থ্রিলারের হাড় হিম করা ঘটনাই দর্শকেরা চাক্ষুস করতে চলেছেন ডিজিপ্লেক্স ওটিটি প্ল্যাটফর্মে। জানা যায়, এই গল্পের পরিপ্রেক্ষিতেই ঘটনার সঙ্গে যুক্ত হতে থাকে ফরেন্সিক টিম, সাংবাদিকরা। রহস্যের পারদ ক্রমশ চড়তে থাকে। গল্পের সঙ্গে অদ্ভূতভাবে পঞ্চমহাসতী এবং পঞ্চমহাভূতের যোগসূত্র পাওয়া যায়। 


আরও পড়ুন - Ankush Hazra: আলাদা হয়ে গেলেন অঙ্কুশ, করলেন বড় ঘোষণা


'সাইন অফ ফাইভে' ওয়েব সিরিজে (New Web Series) অভিনয় করছেন অংশু বাচ, প্রসূন সাহা, অনুরাধা মুখোপাধ্যায়, দীপক হালদার, বরুণ চক্রবর্তী, মধুশ্রী পাল, কেয়া চক্রবর্তী , অভিনব সিংহ প্রমুখরা। এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন প্রতীক সরকার। ডিজিপ্লেক্সের কর্ণধার দিব্যেন্দু রায় এই ওয়েব সিরিজ প্রসঙ্গে বলেন, 'স্টোন ম্যান আতঙ্ক ছাড়া কলকাতা শহরে সেভাবে কোনও সাইকো কিলিং বা সিরিয়াল কিলিংয়ের আতঙ্ক ছড়ায়নি। কিন্তু আজকের দিনে সাইকো কিলিং আমাদের নিত্যদিনের সঙ্গী। খবরের পরতে পরতে সাইকো কিলিং মানুষকে অতিষ্ট করে রেখেছে। এই নৃশংসতা আমাদের ভীষণভাবে ভাবায়। এই হত্যার মুখে মানুষ কোন প্রতিক্রিয়ার মুখোমুখি হয়? সেটা দেখতে হলে চোখ রাখতে হবে ডিজিপ্লেক্সের পর্দায়। দেখতে হবে ওয়েব সিরিজ 'সাইন অফ ফাইভ'।'