কলকাতা: করোনা কাঁটা পেরিয়ে একে একে নতুন নতুন ছবি ও ওয়েব সিরিজ নিয়ে আসছেন পরিচালকেরা। করোনা পরবর্তী সময়ে এবার ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে (Subhasish Mukherjee)। সঙ্গে অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay) ও প্রিয়ঙ্কা ভট্টাচার্যকে (Priyanka Bhattacharjee)। সিরিজের নাম 'নেক্রো' (Necro)। সিরিজটি পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক দীপ মোদক। 


ওয়েব সিরিজে শুভাশিস মুখোপাধ্যায়


ভিন্ন ধরনের এক গল্প নিয়ে আসছেন শুভাশিস, অর্ণ ও প্রিয়ঙ্কা। সিরিজের নাম 'নেক্রো'। একটি খুনের ঘটনাকে ঘিরে শুরু হয় ছবির পটভূমি। পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায় যে লোকটি এই খুনগুলো করছে সে 'নেক্রোফিলিয়া' (necrophilia) রোগে আক্রান্ত। কিন্ত কে সেই রোগী, কে সেই খুনী? সব কিছুর সমাধানের পর খুনী কি আদৌ ধরা পড়বে? ছবির গল্প যত এগোতে থাকে সাসপেন্সও বাড়তে থাকে। 


সিরিজের গল্পের পটভূমি


প্রথমে একটি খুন। তারপর আরও একটি খুন। পরপর দু'টি খুনের পদ্ধতি একই। প্রথমে খুন হয় ইন্সপেক্টরের স্নেহা। সেই খুনের তদন্তর দায়িত্ব এসে পড়ে জুনিয়র ইন্সপেক্টরের ওপর। খুনিকে খুঁজতে বেরিয়ে তদন্ত ধীরে ধীরে জটিল হয়ে ওঠে। একের পর এক নাম সন্দেহের তালিকায় যুক্ত হলেও কে খুনি তা খুঁজতে হিমশিম খেতে হয় পুলিশকে।


তারপর সামনে আসে একটি ভয়ঙ্কর তথ্য। পুলিশ অনুমান করে যে খুনি 'নেক্রোফিলিয়া' রোগে আক্রান্ত। এই নেক্রোফিলিয়াকে কেন্দ্র করেই গল্প এগোতে থাকে।। গল্পের ধাপে ধাপে চরিত্র ঢুকতে থাকে। বাড়তে থাকে রহস্য। সবশেষে কি আদৌর খুনির সন্ধান মেলে? তার খুন করার পিছনে কি রয়েছে আরও কোনও কারণ? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে সিরিজের একেবারে শেষ লগ্নে।


আরও পড়ুন: Dasvi : 'শিক্ষাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র', বার্তা পৌঁছানোয় কতটা সফল হলেন গঙ্গারাম ওরফে অভিষেক ?


সিরিজটি মুক্তি পাবে 'হোয়াইটস ফেদারস প্রোডাকশন'-এর ব্যানারে প্রযোজক প্রদীপ বাজাজের প্রযোজনায়। সিরিজটি দেখা যাবে 'মোজোপ্লেক্স'-এ। 'নেক্রো'র ক্রিয়েটিভ প্রযোজক সৌম্যজিত আদক।