মুম্বই: মুম্বইয়ে শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে অনুরাগীদের ভিড় লেগেই থাকে। কিন্তু সবাই বলিউডের সুপারস্টারের দেখা পান না।
তবে মন্নতের সামনে এসে শুধু শাহরুখকে দেখতে পাওয়াই নয়, তাঁর শুভেচ্ছাও পেলেন এক নববিবাহিত দম্পতি।



সদ্য গাঁটছড়া বাঁধার পর স্বামী-স্ত্রী মন্নতের সামনে এসে ছবি তুলেছিলেন। এরপর ট্যুইটে স্বামী লেখেন যে, শাহরুখ তাঁদের দেখে হাত নেড়েছেন।

শুধু তাই নয়, শাহরুখ শুভেচ্ছা জানিয়ে ওই ট্যুইটের জবাব দিয়েছেন।



এর আগে ওই ব্যক্তি গত জুনমাসে শাহরুখকে তাঁর বিয়ের কথা জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনা অবশেষে পূরণ হল।