কেপটাউন:  বর্ষশেষে দক্ষিণ আফ্রিকায় ছুটিতে কাটাতে গিয়েছেন দুই বলিউড তারকা। একজন অক্ষয়কুমার, অপরজন অনুষ্কা শর্মা। অক্ষয় গিয়েছেন সপরিবারে। অনুষ্কা গিয়েছেন বিরাটের সঙ্গে। সেখানে গিয়ে দুই তারকাকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেল। ভাইরালও হয়েছে সেই ছবি। অক্ষয়ের সঙ্গে লাঞ্চ করতে দেখা গিয়েছে বিরুষ্কাকে।





কেপটাউনে শুধু ক্রিসমাস ও নববর্ষই পালন করেননি অক্ষয়, সেখানে স্ত্রী টুইঙ্কলের ৪২ তম জন্মদিনও পালন করেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের দক্ষিণ আফ্রিকায় সুন্দর সময় কাটানোর একাধিক ছবিও শেয়ার করতে দেখা গিয়েছে খিলাড়ি কুমারকে। তবে ছবিতে দম্পতির ঘনিষ্ঠ ছবি দেখে বোঝা দায়, তাঁরা প্রায় দুদশক ধরে বিবাহিত।






 


 



এদিকে দক্ষিণ আফ্রিকায় মধুচন্দ্রিমায় যাওয়ার আগে বিয়ের পরে পরেই ফিনল্যান্ড গিয়েছিলেন বিরুষ্কা। তাই বলা যেতেই পারে দ্বিতীয় মধুচন্দ্রিমা পালনে কেপটাউন গিয়েছেন নবদম্পতি।দক্ষিণ আফ্রিকায় বিরুষ্কার একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি দেখুন