চেন্নাই: সদ্যই বিয়ে করেছেন দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা নয়নতারা (Nayanthara) এবং পরিচালক ভিগনেশ শিবান (Vignesh Shivan)। অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। নয়নতারা এবং শাহরুখ খানকে (Shah Rukh Khan) শীঘ্রই দেখা যাবে 'জওয়ান' (Jawan) ছবিতে। এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। পাশাপাশি, নয়নতারা দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা হলেও বলিউডে এর আগে কখনও ছবি করেননি। কিং খানের বিপরীতে অভিনয় করেই বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে তাঁর। বিয়ের পরই নবদম্পতি নয়নতারা এবং ভিগনেশকে ক্ষমা চাইতে হল।


কী কারণে ক্ষমা চাইতে হল নয়নতারা এবং ভিগনেশকে?


জানা গিয়েছে, বিয়ের পরই তিরুপতি মন্দির দর্শনে যান নবদম্পতি নয়নতারা এবং ভিগনেশ। আর তারপরই বিতর্কে জড়ান তাঁরা। তাঁদের আইনি নোটিসও দেওয়া হয়। কিন্তু কী কারণে নবদম্পতিকে ঘিরে এই বিতর্ক থেকে আইনি সমস্যা? জানা গিয়েছে, তিরুপতি মন্দিরে জুতো পরে প্রবেশ করেছিলেন তাঁরা। মন্দির চত্বরে জুতো পরে ঘোরাঘুরি এবং ফোটোশ্যুট করেন। মূলত নয়নতারাকেই জুটো পরে দেখা গিয়েছিল। সেই কারণেই তাঁদের নিয়ে বিতর্ক তৈরি হয়। মন্দির চত্বরে জুতো পরে প্রবেশ এবং ফোটোশ্যুটের কারণে নবদম্পতিকে আইনি নোটিসও দেওয়া হয়। এরপর তিরুমালা তিরুপতি দেবাষ্টনম বোর্ডকে লিখিত বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নিলেন ভিগনেশ শিবান।


আরও পড়ুন - Lata Mangeshkar: কীভাবে সঙ্গীতজগতে লক্ষ্মীকান্ত-পেয়ারেলালকে পরিচয় করিয়েছিলেন লতা মঙ্গেশকর?


ভিগনেশের ক্ষমা চাওয়া বিবৃতি-


লিখিত বিবৃতিতে ভিগনেশ লিখেছেন, 'প্রিয় সকলে, আমরা সবসময়ই চেয়েছিলাম আমাদের বিয়ে তিরুপতি মন্দিরে হোক। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। তাই আমরা চেন্নাইয়ে আমাদের বিয়ে সারি। কিন্তু বিয়েটাকে মন থেকে সম্পূর্ণ করতে বিয়ের মণ্ডপ থেকেই আমরা সোজা তিরুপতি মন্দিরে চলে আসি বাড়িতে না গিয়েও ঈশ্বরের আশীর্বাদ নিতে। আমাদের মন্দির দর্শন অসাধারণ ছিল। আমরা মন্দিরের বাইরে গিয়ে ছবি তুলি যাতে অনুভব করতে পারি যে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। কিন্তু ভিড়ের কারণে তাড়াহুড়োতে খেয়ালই করিনি যে আমরা জুটো পরে আছি। আমরা এমনই এক দম্পতি যাঁরা নিয়মিত মন্দিরে যাই এবং ঈশ্বরে বিশ্বাস করি। গত ৩০ দিনে আমরা ৫বার তিরুমালা এসেছি। আমরা অত্যন্ত আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী যে আমরা সবার মনে দুঃখ দিয়েছি। তবে, আমাদের মনে ঈশ্বরের প্রতি কোনও অশ্রদ্ধা নেই। আমাদের জীবনের বিশেষ দিনে সকলের থেকে যে ভালোবাসা আর আশীর্বাদ পেয়েছিল, তাতে অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ।' মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন যে, তাঁরা এই দুই তারকার কাছ থেকে লিখিত বিবৃতি পেয়েছেন। তাঁরা নয়নতারার সঙ্গে কথা বলেছেন এবং অভিনেত্রী নিজেই ভিডিওবার্তা প্রকাশ করতে চান। যার মাধ্যমে লর্ড বালাজির কাছে ক্ষমা চাইতে চান।