চেন্নাই: চোটের জন্য গত বছর টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2021) যেতে পারেননি। এবার সেই চোট সারিয়ে প্রত্য়াবর্তনেই সোনা জিতলেন হিমা দাস (Hima Das)। শনিবার চেন্নাইয়ে জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জিতলেন অসমের মেয়ে। মাত্র ১১.৪৩ সেকেণ্ড সময় নিজের দৌড় শেষ করেন হিমা। তিনি হারিয়ে দেন দ্যুতি চাঁদ।


জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় হিমা বলেন, ''এই প্রতিযোগিতার আগে তুরস্কে গিয়ে প্রস্তুতি সেরে এসেছি। লক্ষ্য ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে যাওয়া। সেখানে সোনা জিততে চাই। গত কয়েক বছর হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগেছি। আশা করি, এ বার সেটা সমস্যা হবে না।’’


 






গতবছর খুব একটা ভাল সময় যায়নি হিমার। চোট পেয়ে অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর করোনা আক্রান্ত হয়েছিলেন এই তরুণী। নিজের ট্যুইটারে হিমা জানিয়েছিলেন, ''আমার করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে আমার অবস্থা স্থিতিশীলই রয়েছে। বর্তমানে আইসোলেশনে রয়েছি। যে সময়টা আমাকে বিশ্রামে থাকতে হচ্ছে তাকে পুরো কাজে লাগিয়ে আগের থেকেও আরও ভালো অবস্থায় ট্র্যাকে ফিরব।''



গত বছর অসম পুলিশের ডেপুটি সুপারিটেনডেন্ট হিসেবে নিযুক্ত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দৌড়বিদ হিমা দাস। এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সরকারিভাবে নিযুক্ত হয়ে হিমা জানান, ছোটবেলার স্বপ্নপূরণ হল। অসমের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনওয়াল অনুষ্ঠানমঞ্চে হিমার হাতে তুলে দেন নিয়োগপত্র। অসম পুলিশের শীর্ষস্থানীয় কর্তারা হাজির ছিলেন যে অনুষ্ঠানে।