নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়ার ডাক নাম ‘প্রিক’
Web Desk, ABP Ananda | 08 Sep 2018 07:29 PM (IST)
লস অ্যাঞ্জেলেস: তারকা যুগল প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস নিজেদের ডাক নাম ঠিক করে ফেলেছেন। একত্রে তাঁদের নাম ‘প্রিক’। একটি অনুষ্ঠানে নিক এ কথা জানিয়েছেন। যদিও তিনি বলছেন, নামটি তাঁর পছন্দ নয়। প্রিয়ঙ্কাই এই নাম পছন্দ করেছেন। নিক আরও বলেছেন, ‘প্রিয়ঙ্কাকে দেখেই মনে হয়েছিল, ও আমার জন্য উপযুক্ত। তাই ওকে প্রোপোজ করি। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বাগদান হলেও, ভারতে গিয়ে ঐতিহ্য মেনে আমাদের সম্পর্কের কথা ঘোষণা করি। দুই পরিবারই আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। ভারতে গিয়ে ওই অনুষ্ঠানে যোগ দিয়ে খুব ভাল লেগেছে। আমরা দু’জনেই খুব খুশি।’