লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে চাপে ভারতীয় দল। এদিন ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয়ে যায়। এরপর দিনের শেষে ভারতীয় দলের রান ৬ উইকেটে ১৭৪। ক্রিজে হনুমা বিহারী (২৫) ও রবীন্দ্র জাডেজা (৮)। ভারতীয় দল এখনও ১৫৮ রানে পিছিয়ে।

এই ম্যাচের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেটে ১৯৮। দ্বিতীয় দিনের শুরুতেই অষ্টম উইকেট হারায় ইংল্যান্ড। আদিল রশিদকে আউট করে দেন জসপ্রীত বুমরাহ। তবে জোস বাটলার (৮৯) ও স্টুয়ার্ট ব্রড (৩৮) লড়াই চালান। দীর্ঘদিন পরে টেস্ট খেলার সুযোগ পেয়েই চার উইকেট নেন জাডেজা। বুমরাহ ও ইশান্ত শর্মা তিনটি করে উইকেট নেন।

ভারতের ইনিংসের শুরুতেই ফিরে যান শিখর ধবন (৩)। এরপর লোকেশ রাহুল (৩৭) ও চেতেশ্বর পূজারা (৩৭) লড়াই করেন। অধিনায়ক বিরাট কোহলি ৪৯ রান করে বেন স্টোকসের শিকার হন। তবে অজিঙ্কা রাহানে (০) রান পাননি। ঋষভ পন্থও (৫) দ্রুত ফিরে যান। জেমস অ্যান্ডারসন ও স্টোকস দু’টি করে উইকেট নেন। ব্রড ও স্যাম কুরান একটি করে উইকেট নেন।