প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে নিক জোনাসের বাগদান নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রেমিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Sep 2018 10:16 AM (IST)
1
কল্পো বর্তমানে ফুটবলার ড্যানি অ্যামেন্ডোলার সঙ্গে ডেট করছেন। ছবি-ইনস্টাগ্রাম
2
উল্লেখ্য, চলতি বছরের জুলাইতে নিক ও প্রিয়ঙ্কার বাগদান হয়। ছবি-ইনস্টাগ্রাম
3
কল্পো বলেছেন, এ জন্য আমি ওর জন্য খুশি। প্রত্যেকেই ভালোবাসা ও খুশি খুঁজে পাক, এই কামনাই করি। ছবি-ইনস্টাগ্রাম
4
নিকের বাগদান নিয়ে কল্পো বলেছেন, আমার মনে হয় যে কোনও সময়ই যে কেউ নিজের ভালোবাসা খুঁজে পেতে পারেন। ছবি-ইনস্টাগ্রাম
5
উল্লেখ্য, ২০১৫-তে নিক জোনাস ও কল্পোর সম্পর্কের বিচ্ছেদ হয়। ছবি-ইনস্টাগ্রাম
6
মার্কিন সঙ্গীত শিল্পী নিক জোনাসের প্রাক্তন প্রেমিকা ওলাভিয়ো কল্পো বললেন, অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিকের বাগদান নিয়ে তিনি খুশি। একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১২-র মিস ইউনিভার্স তাঁর প্রাক্তন প্রেমিককে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।