মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাসের প্রেম দিব্যি জমে উঠেছে।
নিক বয়সে প্রিয়ঙ্কার থেকে ১০ বছরের ছোট হলেও তাঁর প্রেমে নাকি পাগল হয়ে উঠেছেন তিনি। প্রিয়ঙ্কাকে কোনওমতেই তিনি হারাতে চান না, চান না চোখের আড়াল করতেও। সে জন্যই গত সপ্তাহে তাঁর আত্মীয়ের বিয়েতেও তাঁকে সঙ্গে নিয়ে যান তিনি।
হলিউডের খোঁজখবর সংক্রান্ত এক ওয়েবসাইটের দাবি, নিক ভীষণভাবে চাইছেন, তাঁদের সম্পর্ককে অন্য মাত্রা দিতে। কেরিয়ার গড়ার কাজ সম্পূর্ণ, এখন তিনি চাইছেন সুন্দরী স্ত্রী ও কয়েকটি সন্তান। ফুলে ফুলে বসে মধু খেয়ে বেড়ানোর কোনও ইচ্ছে নেই তাঁর, প্রিয়ঙ্কার সঙ্গে ঘর বাঁধতে চান তিনি।
প্রিয়ঙ্কাকে খুশি করতে সব কিছু করেন নিক। বাইরে বার হলে তাঁর নজর শুধু প্রিয়ঙ্কার ওপর থাকে, হাবভাবে মনে হয় বিশ্বের সেরা সুন্দরীর সঙ্গে ডেট করার সৌভাগ্য হয়েছে তাঁর। নিকের প্রিয়ঙ্কার প্রতি প্রেম এতটাই ঘনীভূত যে মোবাইলের স্ক্রিনসেভারের ছবিও বদলে ফেলেছেন তিনি, এখন তাতে রয়েছে তাঁদের দুজনের ছবি। প্রিয়ঙ্কার ফোন কলের রিংটোনও আলাদা করেছেন।
প্রিয়ঙ্কার প্রেমে পাগল নিক জোনাস, দিতে পারেন বিয়ের প্রস্তাব
ABP Ananda, Web Desk
Updated at:
15 Jun 2018 01:20 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -