মুম্বই: সম্প্রতি প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রিয়ঙ্কা চোপড়া স্বামী নিক জোনাসের সঙ্গে বেরিয়েছিলেন। তাঁরা কোনও ডিস্কো বা ক্লাবে গিয়েছিলেন। সেখানে নিক ও প্রিয়ঙ্কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। সিঁড়ি দিয়ে নামার সময় আচমকাই ভারসাম্য হারিয়ে ফেলেন প্রিয়ঙ্কা। পাশেই ছিলেন নিক। তিনি সঙ্গে সঙ্গেই প্রিয়ঙ্কাকে ধরে ফেলেন।



হাতে হাত ধরেই হাঁটছিলেন নিক ও প্রিয়ঙ্কা। কালো রঙের পোশাক পরেছিলেন প্রিয়ঙ্কা। ওই সময় অনুরাগীদের অভিবাদন করতে ব্যস্ত ছিলেন তিনি। এরইমধ্যে ভারমাস্য হারান তিনি। এক লহমার জন্য। সঙ্গে সঙ্গে স্বামী নিক তাঁকে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে হেসে ফেলেন প্রিয়ঙ্কা।