গত শনিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে চেন্নাইয়ের জয়ের পর দুই খুদের সঙ্গে দৌড়ের আনন্দে মাতলেন ধোনি। ভিডিওতে দেখা গেল, হঠাত্ করেই ফ্রেমের বাইরে থেকে ঢুকে পড়লেন তিনি আর দুই খুদের সঙ্গে দৌড়তে শুরু করলেন মাঠে। তারপর তাহিরের ছেলেকে কোলে তুলে ফিনিসিং লাইনে ফিরে এলেন। সিএসকে-র ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, তাহির ও ওয়াটসনের ছেলেরা নিজেদের মধ্যে দৌড়ের লড়াই করছিল। আর তাতে যোগ দিলেন লাইটনিং। অসাধারণ!
শিশুদের সঙ্গে ধোনি কতটা সাবলীল, তা সবাই জানেন। মেয়ে জিভার সঙ্গে ধোনির ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয়।