মুম্বই: সিবিএফসি প্রধানের পদ থেকে দিন কয়েক আগেই বরখাস্ত হয়েছেন পহেলাজ নিহালানি। তবে হয়তো যাওয়ার আগে বলিউডকে তাঁর শেষ উপহারটি দিয়ে যাচ্ছেন নিহালানি। সিদ্ধার্থ মালহোত্রা-জ্যাকলিম ফার্নান্ডেজের পরবর্তী ছবি ‘অ্যা জেন্টলম্যান’ থেকে একটি লম্বা চুম্বনের দৃশ্য ছাঁটার নির্দেশ দেওয়া হয়েছে এবার। সিবিএফসি-র দাবি, ছবির মুখ্য দুই চরিত্রকে দিয়ে চুম্বনের দৃশ্যটি অপ্রয়োজনীয় ভাবে টেনে বাড়ানো হয়েছে।
সূত্রের খবর, যেভাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর-অনুষ্কার চুম্বনের দৃশ্যটি টেনে বাড়ানো হয়েছিল, সেই একই জিনিষ এই ছবির ক্ষেত্রেও হয়েছে। সূত্রের খবর, সিবিএফসি সদস্যরা দাবি করেছেন, ছবির নামের সঙ্গে ছবির চিত্রনাট্যের কোনও মিল নেই। সমস্ত সভ্যতা-ভদ্রতা ভুল ছবিতে দীর্ঘসময় ধরে চুম্বন করে ঠিক করেননি ছবির নায়ক। জানা গিয়েছে, চুম্বনের দৃশ্যের প্রায় ৭০ শতাংশই ছেঁটে দিতে হবে, তবেই ইউএ সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়া ছবির মধ্যে কিছু অশালীন ইংরাজি শব্দ ব্যবহার করা হয়েছে। সেটাও ছেঁটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৫ অগাস্ট পর্দায় মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ-জ্যাকলিনের এই ছবি।
সিবিএফসি থেকে যাওয়ার আগে নিহালানির উপহার? জ্যাকলিন-সিদ্ধার্থের ছবি থেকে চুম্বনের দৃশ্য ছাঁটার নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Aug 2017 12:37 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -