কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পরে মুক্তি পেল 'নীহারিকা'-র (Niharika) পোস্টার। ইতিমধ্যেই ছবির শ্যুটিংয়ের কাজ শেষ করে ফেলেছেন পরিচালক ইন্দ্রাশীষ আচার্য। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে, মল্লিকা মজুমদার, অনিন্দ্য সেনগুপ্ত, শিলাজিৎ মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, প্রিয়ঙ্কা গুহ, রাজেশ্বরী পাল প্রমুখেরা।




ইন্দ্রাশিসের নতুন ছবি 'নীহারিকা'



গ্রীষ্ম-বর্ষা-শীত বাস্তবের ঋতু মেনেই পর্দায় ধরা দিয়েছে এক-একটি ঋতু। এইভাবে ছবির শ্যুটিং করতে গিয়ে পরিচালক ইন্দ্রাশিস আচার্যের লেগে গিয়েছে প্রায় দু’বছর। অবশেষে কাজ শেষ হয়েছে সেই ছবির। নাম ‘নীহারিকা’। ছবির শ্যুটিং হয়েছে গিরিডি, শিমুলতলা, মধুপুরের প্রত্যন্ত অঞ্চলে। যে অঞ্চল এক সময় বাঙালির কাছে ‘পশ্চিম’ বলে পরিচিত ছিল। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে চলে আসা একটি মেয়ের জীবন কীভাবে প্রকৃতি বদলে দিল, তাই নিয়েই এই ছবির গল্প এগোবে। আবার সেই মেয়ের জীবনে রয়েছে এক অন্ধকার অতীত। এই চরিত্রেই দেখা যাবে অনুরাধাকে। আর সে যে বাড়িতে থাকে তার নাম 'নীহারিকা'।

 


 

এই গল্প অন্ধকার থেকে উঠে আসা একটি মেয়ের ভালোভাবে বাঁচতে শেখার। পরিচালকের কথায়, এই গল্প একটি মেয়ের উত্থানের। প্রতিকূল পরিস্থিতির মধ্যে কীভাবে সে নিজের জীবনকে বেছে নেয়, সাজিয়ে নেয়, সেই গল্পই বলবে এই ছবি। এই গল্প শর্ত ছাড়া ভালোবাসার আর একটা বাড়ির সঙ্গেও যে একটি মেয়ের আত্মিক সম্পর্ক হতে পারে তা দেখাবে। 

 

নীহারিকা’য় একটা বড় ভূমিকা থাকছে প্রকৃতির। আর তার সঙ্গে মানানসই শ্যামাসঙ্গীত ও রজনীকান্তের গান ব্যবহার করা হয়েছে। রজনীকান্তের গানটি গেয়েছেন অবর্ণা রায়।

 

ছবিতে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমজার (Shilajit Mazumdar), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee), অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), মল্লিকা মজুমদার (Mallika Mazumdar), প্রিয়ঙ্কা গুহ (Priyanka Guha), রাজেশ্বরী পাল (Rajeswari Paul), শশী গুহ (Sashi Guha), জুন বাগচী (Juin Bagchi), অমিত চক্রবর্তী (Amit Chakraborty), ইন্দ্রা মুখোপাধ্যায় (Indira Mukherjee), মলয় রক্ষিত (Moloy Rakhhit), প্রবল মুখোপাধ্যায় (Prabal Mukherjee) ও শ্রাবন্তী রায় (Srabani Roy)