মুম্বই: বলিউডে নানা সময়ে নানা বিতর্ক লেগেই থাকে। কখনও তা প্রকাশ্যে আসে। কখনও আবার প্রকাশ্যে আসে না। অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সম্পর্কও কখন কোন খাতে বয়, তা বোঝা সম্ভব নয়। কারও মধ্যে গলায় গলায় বন্ধুত্ব, তো কারও মধ্যে সাপে-নেউলে সম্পর্ক। তেমনই ঘটনা ঘটেছিল 'পেয়ারে মোহন' ছবির শ্যুটিংয়ের সময়। অমৃতা রাওকে (Amrita Rao) সপাটে চড় মেরেছিলেন আর এক অভিনেত্রী এষা দেওল (Esha Deol)। শুধু তাই নয়, অমৃতাকে চড় মারার জন্য অনুতপ্তও হননি এষা। জানিয়েছিলেন, তিনি ঠিকই করেছেন। কী ঘটেছিল দুই নায়িকার মধ্যে?
দুই নায়িকার কলহ-
জানা যায়, ২০০৫ সাল নাগাদ 'পেয়ারে মোহন' ছবির শ্যুটিং চলছিল। একদিন ছবির শ্যুটিংয়ের পর আর এক নায়িকা অমৃতা রাওকে সপাটে চড় মারেন এষা। এই ছবিতে দেখা গিয়েছিল আরও দুই তারকা বিবেক ওবেরয় এবং ফারদিন খানকেও। কিন্তু কেন অমৃতাকে চড় মারেন এষা? এক সাক্ষাৎকারে হেমা কন্যা জানান, শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পর 'পেয়ারে মোহন' ছবির পরিচালক ইন্দ্র কুমার এবং ক্যামেরাম্যানের সামনে এষাকে কটু মন্তব্য করেন অমৃতা। অমৃতার মন্তব্যে অখুশি ছিলেন 'ধুম' অভিনেত্রী। তিনি নিজের সম্মান বাঁচাতেই সেই সময় অমৃতা রাওকে চড় কষিয়ে দেন। পরবর্তীকালে এই প্রসঙ্গে নানা সময়ে কথা বলেছেন এষা দেওল। কিন্তু প্রতিবারই তিনি জানিয়েছেন যে, তিনি নিজের এই কাজের জন্য একেবারেই দুঃখিত নন। বরং, অমৃতাকে চড় মেরে তিনি ঠিকই করেছেন। অমৃতা এই চড়েরই যোগ্য। এমনটাই দাবি করেন তিনি।
যদিও পরবর্তীকালে দুই নায়িকা তাঁদের মধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে নেন। জানা যায়, অমৃতা রাও নিজের ভুল বুঝতে পারেন। এষা দেওলের কাছে ক্ষমাও চান। এষাও অমৃতাকে ক্ষমা করে দেন। বর্তমানে দুই অভিনেত্রীর মধ্যে সেই সংক্রান্ত কোনও সমস্যা নেই। বরং পেশাদার সম্পর্ক বজায় রাখেন। সেই সয় কেরিয়ারে একের পর এক হিট ছবিতে অভিনয় করছিলেন এষা দেওল। অমৃতা রাও-ও তাঁর মিষ্টি মুখের মাধ্যমে দর্শকদের মন জিতে নেন। দুই নায়িকাই বর্তমানে সংসার জীবনে ব্যস্ত।