নয়াদিল্লি : গেটওয়ে অফ ইন্ডিয়াতে সম্প্রতি হয়ে গেল পরিচালক নিখিল আডবানির নতুন ওয়েব সিরিজ 'মুম্বই ডায়ারিজ ২৬/১১'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। মুম্বইয়ে জঙ্গি হামলার প্রেক্ষাপটে তৈরি এই ওয়েব সিরিজটিতে জঙ্গি হামলার বিরুদ্ধে ভারতের শহিদ যোদ্ধাদের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। অ্যামাজন প্রাইম সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের পরিবেশ এবং পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটির নাম ছিল 'সাহস কো সালাম'। মুম্বইয়ের সামনের সারির শহিদ যোদ্ধাদের বীরত্ব এবং দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা আর জীবনকে উৎসর্গ করে দেওয়াকে কুর্নিশ জানানো হয়েছে এই ওয়েব সিরিজে। আদিত্য ঠাকরে বলেছেন, 'এই ওয়েব সিরিজে এমন অনেকের কথা জানা যাবে, যাঁদের বীরত্বকে আমাদের সবসময় কুর্নিশ জানানো উচিত। এঁদের মধ্যে রয়েছেন, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, মুম্বই পুলিশ, বৃহন্মুম্বই কর্পোরেশনের কর্মীরা। এঁদের প্রত্যেককে কুর্নিশ জানাতে হয় সেই পরিস্থিতিতেও কীভাবে মুম্বইকে সচল রেখেছিলেন ওঁরা। 'সাহস কো সালাম'-র মতো অনুষ্ঠানে থাকতে পেরে দারুণ লাগছে। এই ওয়েব সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা অভিনেতা-অভিনেত্রীদের এবং নির্মাতাদের প্রত্যেককে অভিনন্দন।'


এই ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন মণীষা আডবানি এবং মধু ভোজওয়ানি। পরিচালনায় নিখিল আডবানির সঙ্গে রয়েছেন নিখিল গঞ্জালভেস। ওয়েব সিরিজে দেখানো হয়েছে ২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই ভয়াবহ জঙ্গি হামলার পরও কীভাবে হাসপাতালের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা বিরামহীনভাবে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। অ্যামজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার প্রধান অপর্ণা পুরোহিত বলেছেন, 'আমরা এই সাহসী যোদ্ধাদের প্রতি কুর্নিশ জানাতে পেরে রোমাঞ্চিত অনুভব করছি। ২৬/১১/২০০৮-র দিনটাকে এই ওয়েব সিরিজে একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। এমন একটা ঘটনা যেটা মুম্বইবাসীর কাছে চিরকালীন বিষাদের। সেই ঘটনার শহিদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পেরে আমাদের গর্ব হচ্ছে।'


'মুম্বই ডায়ারিজ ২৬/১১' নিয়ে কথা বলেছেন পরিচালক নিখিল আডবানিও। তিনি বললেন, 'মুম্বই জঙ্গি হামলার প্রথম সারির শহিদ যোদ্ধাদের প্রতি এটা আমাদের শ্রদ্ধার্ঘ্য। সঙ্গে রয়েছে সেই সব না জানা শহিদদের না বলা কথা। প্রতিভাবান এবং দক্ষ অভিনেতাদের নিয়ে ওই ঘটনার আবেগ আর ভালোবাসা নিপূণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সবগুলো ভালোর মালা সাজিয়ে একটা দুর্গান্ত প্যাকেজ তৈরি হয়েছে 'মুম্বই ডায়রিজ ২৬/১১'। যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।'


'মুম্বই ডায়রিজ ২৬/১১'-তে কঙ্গনা সেনশর্মা ছাড়াও অভিনয় করছেন মোহিত রায়না, টিনা দেশাই, শ্রেয়া ধন্বন্তরি, সত্যজিৎ দুবে, নাতাশা ভরদ্বাজ, ম্রুনময়ী দেশপান্ডে এবং প্রকাশ বেলওয়াড়ি প্রমুখ অভিনেতারা। অ্যামাজন প্রাইম ভিডিওতে আগামি ৯ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ওয়েব সিরিজটি।