কলকাতা: 'বৈধ ছিল না নুসরত জাহান-নিখিল জৈনের বিয়ে', (Nusrat Jahan - Nikhil Jain) আজ বুধবার, নিখিল জৈনের করা মামলায় জানিয়ে দিল আলিপুর আদালত। প্রসঙ্গত আজই আবার জন্মদিন নিখিল জৈনের। রায় ঘোষণার প্রায় ঘণ্টা তিনেকের মাথায় সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) ইঙ্গিতপূর্ণ পোস্ট 'বার্থডে বয়'-এর। 


নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন ব্যবসায়ী নিখিল জৈন। ক্যাপশনে লেখেন, 'সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে, অশুভ থেকে মুক্তি। কিন্তু মন্দ কাজ করার স্বাধীনতা নয়।' এরপরেই তিনি লেখেন, 'আমার এই জন্মদিনকে শ্রেষ্ঠ করে তোলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ! শ্রেষ্ঠ উপহারের জন্য ধন্যবাদ।'


এখানেই প্রশ্ন নেটিজেন মহলে। 'অশুভ' বলে কাকে বোঝালেন নিখিল? আজই রায় বেরিয়েছে নিখিল-নুসরত বিবাহ মামলার। তিনি কি তবে নাম না করে কটাক্ষ করলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে? তিনি 'শ্রেষ্ঠ উপহার' বলে কোন জিনিসের কথা বুঝিয়েছেন তাও স্পষ্ট করেননি। 


 






২০২১ সালের জুন মাসে শুরু হয় নিখিল-নুসরত বিবাহ তরজা। তুরস্কের বন্দর শহর বোদরুমে বিলাসবহুল ডেস্টিনেশন ওয়েডিং-এর পরেও প্রশ্ন ওঠে নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে  বৈধ না অবৈধ? বিতর্কের জল গড়ায় আদালত পর্যন্ত। তুরস্কে বিয়ে অবৈধ দাবি করে মামলা করেন অভিনেত্রী-সাংসদ নুসরত। আদালত সূত্রে খবর, অবস্থান বদলে বিয়েকে অবৈধ বলে পুজোর আগে মামলা করেন ব্যবসায়ী নিখিলও। এরপর দু’পক্ষের সওয়াল-জবাব শুনে, নথি যাচাই করে দু’জনের আবেদনে সিলমোহর দিল আদালত। 


আরও পড়ুন: Nusrat Nikhil Marriage: আইনের চোখে বৈধ ছিল না নিখিল নুসরতের বিয়ে, জানাল আদালত