কলকাতা: ফের চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। প্রায় ৯০০-র কাছাকাছি পৌঁছে গেছে রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৬২ জন। গত একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৩০ জন।
ফের রাজ্যে সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ১২২ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।
আরও পড়ুন: Duare Ration: দুয়ারে রেশন প্রকল্প চালু হতেই জেলায় জেলায় শুরু হয়েছে বিতর্ক, কিন্তু কেন?
দেশেও এখনও মারণ করোনাভাইরাসের দাপট অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৯৭। গত একদিনে বেড়েছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০১ জন করোনা আক্রান্তর। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৮ হাজার ৮৬৫ জন। যা ছিল গত ৯ মাসে সর্বনিম্ন। মৃতের সংখ্যা ছিল ১৯৭ জন। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৫৫৫। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা গত ৫২৭ দিনের পর সবচেয়ে কম।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, করোনা অতিমারীতে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬৪ হাজার ১৫৩। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮৯০। দেশ জুড়ে করোনার বিরুদ্ধে টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ১১৩ কোটির বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৬২ লক্ষ ৮২ হাজার ৪২ টিকার ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ১১৩ কোটি ৬৮ লক্ষ ৭৯ হাজার ৬৮৫ টিকার ডোজ দেওয়া হয়েছে।