কলকাতা: কোচি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে বিশৃ্ঙ্খলা, পদপিষ্ট হয়ে ৪ ছাত্রের মৃত্যুতে ক্ষমা চাইলেন সঙ্গীতশিল্পী নিকিতা গাঁধী (Nikita Gandhi)। সোশ্যাল মিডিয়ায় শিল্পীর পোস্টে ঝরে পড়ল বেদনা। কোচির যে কনসার্টে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেইদিন সেখানকার মূল শিল্পী ছিলেন নিকিতাই। 


ঠিক কী ঘটেছিল কোচির সেই অভিশপ্ত কনসার্টে? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওপেন এয়ার অডিটোরিয়ামে নিকিতা গাঁধীর কনসার্ট চলছিল। রিপোর্ট অনুযায়ী, যাঁদের পাস ছিল অনুষ্ঠানে শুধুমাত্র তাঁদেরই প্রবেশাধিকার ছিল। কিন্তু, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পরিস্থিতি বিগড়াতে শুরু করে। বাইরে অপেক্ষারত মানুষজন আশ্রয় নেওয়ার জন্য অডিটোরিয়ামে ঢুকে পড়েন। যার জেরে প্রচণ্ড ভিড় হয়ে যায়। সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্টের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। অন্তত ৫৫ জন ছাত্র-ছাত্রীর আঘাত নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, কোচির কলামাসেরি মেডিক্যাল কলেজে দুই ছাত্র ও দুই ছাত্রীকে মৃত অবস্থায় আনা হয়।


এই ঘটনায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নিকিতা গাঁধী। নিজের অনুভূতির কথা শিল্পী লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। নিকিতার কথায়, 'আমার হৃদয় ভেঙে গিয়েছে, আজ সন্ধেয় কোচির ঘটনায় আমি ভেঙে পড়েছি। ওই কনসার্ট থেকে আমি চলে যাওয়ার আগেই এমন একটা ঘটনা ঘটে গেল। এই কষ্টটাকে প্রকাশ করার জন্য আমার কাছে সত্যিই কোনও ভাষা নেই। ওই ছাত্র-ছাত্রীদের পরিবারের জন্য আমার সমবেদনা।'



স্থানীয় পুর কাউন্সিলর প্রমোদ জানান, 'একই গেট দিয়ে প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা থাকায় এই পদপিষ্টের ঘটনা। ছাত্রছাত্রীরা একই গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন। উঁচু ধাপ দিয়ে যেসব ছাত্ররা ঢুকছিল, তাঁরাই প্রথমে পড়ে যান। বিশাল সংখ্যক জনতা তাঁদের একাধিক বার পায়ে মাড়ান।' ঘটনায় শোকপ্রকাশ করে কংগ্রেস সাংসদ শশী থারুর সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন, 'কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পদপিষ্টের ঘটনায় আমি স্তম্ভিত, দুঃখিত। চার ছাত্রের প্রাণহানি হয়েছে। ওঁরা শুধু বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছিলেন।' এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন নিকিতা তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই স্পষ্ট।


আরও পড়ুন: Salman Khan: মাল্টিপ্লেক্সে টিকিটের চড়া দাম... আপনার সাহায্যে হাত বাড়াচ্ছেন সলমন খান!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।