কলকাতা: আজ তাঁর বড় মেয়ের জন্মদিন। যে মেয়ে এই মুহূর্তে তাঁর সবচেয়ে বেশি বন্ধু হয়ে উঠেছেন, সেই কন্যার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তাই মেয়ের ছবি দিয়ে মনের কথা উজাড় করে দিলেন নীলাঞ্জনা। লিখলেন, তাঁকে কীভাবে আগলে রেখেছে কন্যা সারা। দুর্বল মুহূর্তে নীলাঞ্জনার কীভাবে সঙ্গী হয়ে উঠেছেন সারা, কেই কথাই উঠে এল নীলাঞ্জনার লেখার ছত্রে ছত্রে। তবে কোনও বার্তা এল না বাবা যীশু সেনগুপ্তের (Jisshu U Sengupta)-র তরফ থেকে। অন্তত সোশ্যাল মিডিয়াতে মৌনই থেকেছেন যীশু। ব্যক্তিগতভাবে তিনি সারাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসা সেই কথা প্রকাশ্যে আনেননি কেউই। 

কী লিখছেন নীলাঞ্জনা? তিনি লিখছেন, 'শুভ জন্মদিন নীনোলা। তুমি মাঝে মাঝে আমায় বুঝিয়ে দাও আমি কতটা গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে আমি তোমার কাছে অভিযোগ করি। মাঝে মধ্যে তোমার কাঁধে মাথা রেখে কেঁদে ফেলেছি। যখন তুমি আস্তে আস্তে বড় হয়ে উঠেছো, আমি বুঝেছি আমি একটা কঠিন নারীকে গড়ে তুলেছি। আমার থেকেও অনেক বেশি কঠিন।  মাঝে মধ্যে তুমি আমায় দুর্বল হতে দেখেছো, তার মানে কিন্তু এটা নয় যে আমি তোমায় রক্ষা করতে পারব না। আমার প্রথম সন্তান.. তুমি সবসময়েই আমার কাছে সেই ছোট্টটি হয়েই থাকবে। আমি চিরকাল তোমায় রক্ষা করতে পারি আর করব ও। আরও ঝলমল করো নিনি.. আমার রাজকন্যা সারা। দেখো এই পৃথিবী দু হাত খুলে দাঁড়িয়ে রয়েছে। তোমায় আপন করে নেওয়ার জন্য। আর হ্যাঁ.. মা সবসময় তোমার জন্য চিৎকার করবে,  তোমার হয়েই গলা ফাটাবে তা তুমি যাই করো না কেন।'

বর্তমানে একসঙ্গে থাকছেন না যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা। সারা আর জারা থাকছেন মায়ের সঙ্গে, কলকাতায়। অন্যদিকে যীশু থাকছেন মুম্বইতে। তবে কলকাতায় বিভিন্ন কাজে আসতে হচ্ছে তাঁকে। কিন্তু সেই সময়েও বাড়িতে থাকছেন না তিনি।

আরও পড়ুন: Parambrata-Anirban: এই প্রথম পরমব্রতর পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য্য, জুটি বেঁধে আনছেন নতুন কী চমক?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।