নয়াদিল্লি : খারাপ সময়ে দলের খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন, ঢাল হয়ে রক্ষা করলেন তাঁদের। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে একাধিক বিষয়ে নিজের মতামত জানালেন। সেখানে ওঠে পার্থ টেস্টে রোহিত শর্মার সম্ভাব্য অনুপস্থিতি থেকে শুরু করে একাধিক সিনিয়র খেলোয়াড়ের ফর্মের বিষয়। প্রতিটি বিষয়েই দলের পাশে থাকার বার্তা দিলেন গম্ভীর। যদিও, এ প্রসঙ্গে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। আর কখনো যাতে গম্ভীরকে সাংবাদিক বৈঠকে না পাঠানো হয়, তা বিসিসিআই-কে দেখতে বলেছেন।
ঘরের মাটিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে টিম ইন্ডিয়ার লজ্জাজনক হারের পর প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন গম্ভীর। প্রত্যাশা মতো সেখানে একাধিক অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। যদিও প্রতিটি প্রশ্নেরই নিজের মতো করে উত্তর দিয়েছেন গম্ভীর। যদিও তাঁর বক্তব্যে অসন্তুষ্ট মঞ্জরেকর।
এক্স হ্যান্ডেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লিখলেন, "গম্ভীরের সাংবাদিক বৈঠক শুনলাম। এধরনের কাজ থেকে তাঁকে দূরে সরিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে বিসিসিআইয়ের কাছে। ওঁকে পর্দার আড়ালে কাজ করতে দিন। ওঁদের (সাংবাদিকদের) সঙ্গে কথা বলার মতো হাবভাব বা শব্দ নেই গম্ভীরের। সাংবাদিকদের সামলানোর জন্য রোহিত ও আগরকর অনেক ভাল লোক।"
ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে প্রথম টেস্টে নাও থাকতে পারেন রোহিত শর্মা। সেক্ষেত্রে বিকল্প কী ? ওপেন করবেন কে, কার ঘাড়েই বা চাপানো হবে অধিনায়কত্বের দায়িত্ব ? এদিন সাংবাদিক বৈঠকে তা খোলসা করেছেন গৌতম গম্ভীর। তিনি আশা করছেন, রোহিতকে প্রথম টেস্টে পাওয়া যাবে। আর যদি নিতান্তই পাওয়া না যায় সেক্ষেত্রে তাঁর হাতে যা অপশন রয়েছে তা নিয়ে তিনি খুশি। গম্ভীর নিশ্চিত করেছেন," যদি রোহিতকে পাওয়া না যায়, সেক্ষেত্রে যশপ্রীত বুমরা, সহ-অধিনায়ক হওয়ায়, নিশ্চিতভাবেই (অধিনায়ক) তিনি হবেন। এই মুহূর্তে কোনো বিষয়ে নিশ্চয়তা নেই। পরিস্থিতি কী তা সময়মতো জানিয়ে দেব। আশা করছি, ওকে (রোহিত শর্মা) পাওয়া যাবে। কিন্তু, সিরিজ শুরু হওয়ার আগে আগে আমরা সব জানতে পারব।" ভারতীয় টিম অস্ট্রিলয়া সিরিজ খেলতে যাওয়ার আগে মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন গম্ভীর।
ব্যক্তিগত কারণে রোহিত প্রথম টেস্টে দলের সঙ্গে যোগ দিতে না পারলে, ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গী হবেন কে ? গম্ভীর বলছেন, "নিশ্চিতভাবেই অভিমন্যু ঈশ্বরণ ও কেএল রাহুল রয়েছে। তাই প্রথম টেস্টে রোহিত শর্মাকে না পাওয়া গেলে তার গায়ে গায়ে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একাধিক অপনশন রয়েছে। এমনটা নয় যে অপশন নেই। বরঞ্চ স্কোয়াডে একাধিক অপশন রয়েছে।"