কলকাতা: আগেই মুক্তি পেয়েছিল সেই সাড়া জাগানো পোস্টার। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। মুক্তি পেল 'নির্ভয়া'-র ট্রেলার। গত কয়েক বছরে 'নির্ভয়া' শব্দটি ভারতবাসীর কাছে বেশ পরিচিত। ধর্ষণের শিকার হওয়া যে কোনও মেয়ে বা মহিলার ক্ষেত্রে আমরা এই নামটাই ব্যবহার করি। আর এটাই অংশুমান প্রত্যুষ পরিচালিত 'নির্ভয়া' ছবির মূল কনসেপ্ট। যার খানিক আভাস মিলেছিল ছবির পোস্টারেই। গোটা পোস্টার জুড়ে ছিল একটি মেয়ের মুখ। সে নাবালিকা। তাঁর চোখের জলে একটি শিশুর ভ্রূণের আকৃতি। নীচে লেখা ছবির নাম, 'নির্ভয়া, সমাজের লক্ষ্মী'।
এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছে হিয়া দে। ছবিতে রয়েছে টলিউডের একাধিক পরিচিত মুখ। এই ছবির গল্প আবর্তিত হয়েছে একটি ১৩ বছরের মেয়েকে ঘিরে। গণধর্ষণের ঘটনার শিকার হয় সে। তারপর সেই বালিকার লড়াইের গল্পই নির্ভয়ার মূল উপজীব্য। গল্পের বাঁধুনিতে দিল্লির নির্ভয়াকাণ্ডের কোনও ছায়া নেই অবশ্য। বরং দেখা গিয়েছে উন্নাওকাণ্ডের ছায়া। গণধর্ষিতা হওয়ার পরে একটি ঘটনায় তাঁর গোটা পরিবারের সবাই মারা যান। বেঁচে যায় ওই বালিকা। প্রতিনিয়ত আইনের সঙ্গে লড়াই চলে ওই বালিকার। গণধর্ষিতা হওয়ার পর ৬ মাস কোমায় থাকে ওই বালিকা। এরপর সে সুস্থ হওয়ার পর জানা যায়, ওই বালিকা অন্ত্বসঃত্ত্বা। দেরি হয়ে যাওয়ায় ওই বালিকাকে গর্ভপাত করানোর অনুমতি দেয়নি আদালত। এরপর এক শিশুর জন্ম দেয় ওই বালিকা।
আরও পড়ুন: Soumitra Chatterjee Films: কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেরা ১০ ছবি
'নির্ভয়া' ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রাখছে 'পটলকুমার গানওয়ালা' ধারাবাহিকের হিয়া দে। এছাড়াও এই ছবিতে রয়েছেন প্রিয়ঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র ও শান্তিলাল মুখোপাধ্যায়। ছবি পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রতীক কুণ্ডু। প্রত্যুষ প্রোডাকশান ও অমৃক এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি।