অক্ষয়ের ছোট্ট মেয়ে নিতারার কাছ থেকে নাকি অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘জলি এলএলবি টু’-র একটি গান।
জানা গেছে, এক রাতে অক্ষয় মেয়ের সঙ্গে খেলছিলেন। তখন সে একটি নার্সারি রাইম আওড়াতে শুরু করে। তখনই তাঁর মাথায় এসে যায়, ওই অদ্ভুত, শিশুসুলভ সুর ব্যবহার করে তাঁরা ছবির নায়ক জলির চরিত্রে খানিকটা আলোকপাত করতে পারেন। প্রযোজক, পরিচালকের সঙ্গে এ নিয়ে দিনকয়েক আলোচনা চলে। তারপর তৈরি হয় গানটি।
মনে করা হচ্ছে, ‘হি ইজ আ জলি গুড ফেলো’ বলে যে গান এই ছবিতে রয়েছে, সেটিই তৈরি হয়েছে নিতারার রাইম থেকে অনুপ্রাণিত হয়ে।