মুম্বই: ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্য়াটরিনা কাইফ (Katrina Kaif)। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি। যাঁরা গতবছর ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছর সদ্যই গিয়েছে তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। আর জীবনের এই বিশেষ দিনটা উদযাপন করতে পাহাড়ে বেড়াতে গিয়েছেন দুই তারকা। শ্যুটিং থেকে বিরতি নিয়ে তাঁরা যে বেশ লম্বা ছুটি কাটাতেই গিয়েছেন, তা টের পাওয়া যাচ্ছে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই। নিয়মিত বেশ কিছু ছবিও পোস্ট করছেন ভিকি- ক্যাটরিনা। তবে, দুই তারকার অদেখা রোম্যান্টিক ছবি পোস্ট করলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধু। যা দেখে আরও উচ্ছ্বসিত নেটিজেনরা।
ভিকি- ক্যাটরিনার রোম্যান্টিক ছবি-
নিত্য মেহরা, যিনি 'বার বার দেখো' ছবির জন্য পরিচিত, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে তাঁদের প্রথম বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষভাবে এই বিশেষ দিনের শুভেচ্ছা জাালেন তিনি। সঙ্গে পোস্ট করেছেন দুই তারকার অদেখা একটি ছবি। নিত্য মেহরার পোস্ট করা ছবিতে রোম্যান্টিক মেজাজে দেখা যাচ্ছে ভিকি- ক্যাটরিনাকে। হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন দুই তারকা। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতির রোম্যান্টিক ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত বছর ৯ ডিসেম্বর নতুন জীবন শুরু করেন তাঁরা। প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানানোর সঙ্গে সঙ্গে পোস্ট করেছেন নানা ক্যামেরাবন্দি মুহূর্ত।