মুম্বই: ২০০৫ সালে মুক্তি পাওয়া সুপারহিট বলিউড ছবি 'নো এন্ট্রি' (No Entry)। বক্স অফিস কালেকশনে নজরকাড়া পারফরম্যান্স থেকে কমেডি ছবি হিসেবে দর্শকের অত্য়ন্ত পছন্দের ছবি এটি। পরিচালক অনীশ বাজমির 'নো এন্ট্রি'তে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল সলমন খান (Salman Khan), অনিল কপূর (Anil Kapoor), ফারদিন খান (Fardeen Khan), বিপাশা বসু, এষা দেওল, লারা দত্ত এবং সেলিনা জেটলিকে। সুপারহিট এই কমেডি ছবির সিক্যুয়েল আসতে চলেছে। তবে, সেখানে দেখা যাবে না আগের ছবিতে থাকা কোনও নায়িকাকে। নায়কের তালিকা কিন্তু বদলাচ্ছে না। আর তাঁদের সঙ্গে যোগ দিতে চলেছেন নতুন প্রজন্মের কয়েকজন অভিনেত্রী। 


'নে এন্ট্রি মে এন্ট্রি'- (No Entry Mein Entry)


'নো এন্ট্রি'র সলমন খান, অনিল কপূর এবং ফারদিন খানের জুটি ফিরে আসছে সিক্যুয়েলে। দ্বিতীয় ছবির নাম 'নো এন্ট্রি মে এন্ট্রি'। পরিচালক অনীশ বাজমির এই ছবিতে এখনও পর্যন্ত কোন নায়িকাদের দেখা মিলবে, তা নিয়ে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। তবে, বিভিন্ন সূত্রে খবর, নতুন প্রজন্মের তিন নায়িকাকে দেখা যেতে পারে সিক্যুয়েলে। 'নো এন্ট্রি মে এন্ট্রি'তে দেখা যাবে না লারা দত্ত, এষা দেওল, সেলিনা জেটলি কিংবা বিপাশা বসুকে। বরং, তাঁদের জায়গায় দেখা যেতে পারে জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডে, পরিণীতি চোপড়াকে। বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে এমনটাই।


আরও পড়ুন - Shamshera: 'শামশেরা' ছবি থেকে রণবীর কপূরের লুক ফাঁস! এ কী প্রতিক্রিয়া পরিচালকের!


বিভিন্ন সূত্রে খবর, 'নো এন্ট্রি মে এন্ট্রি' ছবির গল্প অনেকটা এগোবে 'হাউজফুল ৪'-এর মতো করেই। যেখানে একাধিক প্রজন্মে দেখানো হবে তারকাদের। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের লুকে কেমন দেখাবে তারকাদের, তা দেখার অপেক্ষায় দর্শকেরা। শোনা যাচ্ছে, এই ছবিতে ৯জন নায়িকা থাকতে পারেন। অতীত, বর্তমান এবং ভবিষ্যত, এই তিন অধ্যায়ে নায়কদের সঙ্গে জুটি বাঁধবেন তাঁরা। 'নো এন্ট্রি'র সিক্যুয়েল নিয়ে কতটা উত্তেজিত আপনারা?