ডায়মন্ড হারবার: ‘লড়াই করতে হলে উন্নয়নের লড়াই হোক। বিজেপি নিজের রিপোর্ট কার্ড দেখাক, আমি আমার রিপোর্ট কার্ড দেব।’ উন্নয়নের লড়াইয়ে ভোকাট্টা করে দেব বিজেপিকে'। পৈলানের সভা থেকে বিরোধী দলকে চ্যালেঞ্জ অভিষেকের। 


আমি তো গেট বন্ধ করে রেখেছি। গেট খুললেই কালবৈশাখির ঝড় উঠবে। ডায়মন্ড হারবারের সভা থেকে দলবদল নিয়ে ফের এই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ নিয়েও তুঙ্গে উঠেছে তরজা।


অন্যদিকে ‘দিদিকে বলো’র ধাঁচে ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের জন্য চালু হল ‘এক ডাকে অভিষেক’। হেল্পলাইন নম্বরে ফোন করে, ডায়মন্ড হারবারের বাসিন্দারা তাদের সমস্যা, অভাব-অভিযোগের কথা সাংসদকে জানাতে পারবেন। এ’নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। 


এ দিন পৈলানের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লড়াই করতে হলে উন্নয়নের লড়াই হোক'। পাশাপাশি বিজেপির বিরোধিতায় আক্রমণ শানিয়ে অভিষেকের মন্তব্য বিজেপি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেয়। বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য লাইন দিয়ে রয়েছে। দরজা বন্ধ করে রেখেছি, দরজা খুললে বিজেপি কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে।’ 


অন্যদিকে কোমর বাঁধছে বিজেপিও। পঞ্চায়েত-লোকসভা ভোটকে লক্ষ্য করে ঝাঁপাতে চায় বিজেপি। অ্যাপের মাধ্যমে বুথে বুথে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। হেস্টিংসে রাজ্য নির্বাচনী কার্যালয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের উপস্থিতিতে প্রশিক্ষণ দেওয়া হয় এ দিন। 


সম্প্রতি কয়লাপাচার মামলায় সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী’কে। ৭ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে CBI। এই মামলাতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকেও। প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। এই অবস্থায়, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের ED-CBI’কে ব্যবহারের অভিযোগ তুলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। 


এদিন মঞ্চ থেকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক তো চেষ্টা করেছিল অব কি বার ২০০ পার, কী হল গোল্লা? ৭০-এ থেমে গেছে। আর এখন তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তৃণমূলে ঢুকবে বলে...আমি তো গেট বন্ধ করে রেখেছি। গেট খুললেই কালবৈশাখির ঝড় উঠবে। কাউকে দেখা যাবে না। আমরা দল ভাঙানোর রাজনীতি বিশ্বাস করি না। তোমার কাছে ইডি-সিবিআই আছে। অর্থবল আছে। আমাদের কাছে এই জনতা আছে, তৃণমূল কর্মীরা আছে।


অভিষেকের সভামঞ্চেই ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। কয়লাকাণ্ডে CBI’এর জিজ্ঞাসাবাদ নিয়ে এদিন চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। কোভিডকালে সাংসদ তহবিলের টাকা দেওয়া বন্ধ করার নিয়েও এদিন ডায়মন্ড হারবারের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।