মুম্বই: সোশ্যাল মিডিয়ার যুগে অভিনেতা অভিনেত্রীদের নিজেদের বিক্রি করতে পারা জরুরি ঠিকই কিন্তু পর্দার তারকাদের সঙ্গে এতদিন যে রহস্য জড়িয়ে ছিল, তা এই বিক্রির চোটে পুরো উধাও হয়ে গেছে। বললেন কুণাল কপূর। কুণাল বলেছেন, সেই নায়ক নায়িকাদের ঘিরে সেই রহস্যঘন অনুভূতি এখন আর সম্ভব নয় কারণ তাঁদের সব জায়গায় দেখা যায়, রেস্তোঁরাই হোক বা বিমানবন্দর।

তাঁর কথায়, মানুষও এখন আর তারকাদের রহস্যময় বলে ভাবতে চান না। বরং এমন কাউকে চান, যাঁর সঙ্গে তাঁরা নিজেদের মেলাতে পারেন। যত বেশি এই মেলানো যায়, অভিনেতা অভিনেত্রীদের প্রতি ভালবাসা তত বাড়ে।

অভিনয়ের পাশাপাশি এখন স্ক্রিপ্ট লিখতেও ব্যস্ত কুণাল। জানিয়েছেন, লিখতে বরাবর ভালবাসেন তিনি। বিভিন্ন গল্প নিয়ে ভাবনাচিন্তা করা তাঁর স্বভাব, তাঁর চরিত্রের এটা একটা বিশেষ দিক।



ভবিষ্যতে পরিচালনাতেও হাত পাকাতে চান ‘রং দে বাসন্তী’-র এই অভিনেতা। কিন্তু এই মুহূর্তে তিনি শর্ট ফিল্মে আগ্রহী বেশি।

কুণালের আগামী ছবি মুক্তি পাবে মালয়ালম, হিন্দি ও ইংরেজিতে। তাঁর অভিমত, আঞ্চলিক ভাষায় তৈরি ছবি এখন যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছে, কারণ বিষয়বস্তু অন্যরকম। আঞ্চলিক ছবির জন্য এখন অনেক রাস্তা খুলে গেছে বলেও তাঁর দাবি।