মুম্বই: দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়া সরগরম সোনাম কপূর-আনন্দ আহুজার বিয়ের খবরে। সূত্রের দাবি, আগামী ৮ মে বিয়ে হতে চলেছে সোনাম কপূর-আনন্দ আহুজার। তবে এই বিয়েতে কোনও আমন্ত্রণ পত্র ছাপা হয়নি বলে জানা গিয়েছে।
প্রতিদিনই সোনাম-আনন্দের বিয়ে সম্পর্কে নানা নতুন তথ্য পাওয়া যাচ্ছে। তারকা কোরিওগ্রাফারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কপূর পরিবারের তরফে সঙ্গীতের অনুষ্ঠানের জন্যে।
তবে সঙ্গীতের সবচেয়ে বড় আকর্ষণ শ্রীদেবী কন্যা জাহ্নবী। সেখানে তাঁকে মায়ের ছবির গান 'মেরে হাতো মে ন ন চুরিয়া হ্যায়'....এবং 'কিসি কে হাত না আয়েগি ইয়ে লেড়কি' গানের তালে নাচতে দেখা যাবে। সঙ্গীতে নাচতে দেখা যাবে কর্ণ জোহর, রণবীর কপূর এবং অর্জুন কপূরকেও।
আমন্ত্রণ পত্র না পাঠিয়ে, কপূর পরিবারের তরফে অতিথিদের ই-ইনভিটেশন পাঠাতে হচ্ছে। যেহেতু আনন্দ এবং সোনাম দুজনেই কাগজ বাঁচানোর পক্ষে, তাই তাঁরা বিয়ের কার্ড ছাপাননি।
প্রথমে শোনা গিয়েছিল, সোনাম-আনন্দ বিয়ে করবেন সুইৎজারল্যান্ডে। পরে জানা যায় মুম্বইয়ে বিয়ে করছেন কপূর খানদানের এই মেয়ে। বিয়ে এবং সঙ্গীতে পরিবারের লোক এবং বন্ধু-বান্ধরা উপস্থিত থাকবেন। পরে একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়েছে।
সোনাম এবং আনন্দ দীর্ঘদিন ধরেই প্রেম করছেন। লন্ডনে ফ্যাশন ব্যবসায় রয়েছেন আনন্দ। সূত্রে খবর, সেখানে নোটিং হিলে দুজনে একটি বাড়িও কিনেছেন। বিয়ের পর লন্ডনেই পাকাপাকিভাবে থাকবেন সোনাম বলে শোনা যাচ্ছে।
সোনাম-আনন্দের বিয়েতে কোনও আমন্ত্রণ পত্র ছাপা হয়নি, শ্রীদেবীর গানের সঙ্গে সঙ্গীতে নাচবেন জাহ্নবী, অনুষ্ঠান ৮ মে:সূত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2018 10:52 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -