কলকাতা: মাত্র ৩৭ বছর বয়সে প্রয়াত অভিনেত্রী নুর মালবিকা দাস (Noor Malabika Das)। আসামি এই অভিনেত্রী কাজ করেছেন একাধিক হিন্দি ওয়েব শো-তে। আজ মুম্বইয়ের লোখন্ডওয়ালায় তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রীর মৃতদেহ। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যা করেছেন অভিনেত্রী। একসময়ে কাতার এয়ারওয়েজ়ে বিমান সেবিকার কাজ করতেন নুর মালবিকা। পরবর্তীতে তিনি পেশা পরিবর্তন করে অভিনয়ে আসেন। বড়পর্দায় কাজের সুযোগ না পেলেও কাজ করেছেন একাধিক ওয়েব শো-তে। 


অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে বলিউডে। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল 'দ্য ট্রায়াল' (The Trial)। এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন কাজল। এই ওয়েব সিরিজে দেখা গিয়েছিল নুর মালবিকাকে। সেটিই সম্ভবত তাঁর শেষ অভিনয়। মাত্র ৩৭ বছর বয়সে কাজলের সহ-অভিনেত্রী যে কেন জীবনে এমন কঠোর সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে অবাক অভিনেতা-অভিনেত্রীদের সবাই। 


অভিনেত্রীর মৃতদেহ আজ উদ্ধার হলেও, মনে করা হচ্ছে, তাঁর মৃত্যুর দিন আজ নয়। সূত্রের খবর, অভিনেত্রীর আসল বাড়ি আসামে। তিনি আসামেরই মেয়ে। মুম্বইতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন নুর মালবিকা দাস। কয়েকদিন ধরেই প্রতিবেশীরা দেখছিলেন, নুর মালবিকা দাসের ফ্ল্যাটের দরজা বন্ধ। কারও আসা-যাওয়াও নেই। কয়েকদিন পরে, ফ্ল্যাট থেকে কটূগন্ধ পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপরেই পুলিশে খবর দেন তাঁরাই। পুলিশ এসে, দরজা ভেঙে উদ্ধার করে অভিনেত্রীর মৃতদেহ। তখন তাতে বিকৃতি শুরু হয়ে গিয়েছিল। সেই থেকেই মনে করা হচ্ছে, কয়েকদিন আগেই বন্ধ ফ্ল্যাটে মারা গিয়েছেন অভিনেত্রী।


পুলিশ সূত্রে আরও খবর, প্রাথমিক তদন্তে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে করা হলেও, ফ্ল্যাট সার্চ করে কোনও স্যুইসাইড নোট পাওয়া যায়নি। ঘটনায় অভিনেত্রীর ফ্ল্যাট থেকে স্যাম্পেল সহ বিভিন্ন তথ্য নিয়েছে পুলিশ। সিজ় করা হয়েছে অভিনেত্রীর মোবাইল সহ ফ্ল্যাট থেকে পাওয়া একাধিক জিনিস। পুলিশ ইতিমধ্যেই অভিনেত্রীর বডি ময়নাতদন্ত করতে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। 


 






আরও পড়ুন: Subhasree Ganguly: 'মা হয়ে এভাবে...', ছুটি কাটানোর ছবি শেয়ার করেও কটাক্ষের শিকার শুভশ্রী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।