অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ নিয়ে নোরা মুখ খুললেন, বললেন, ‘ওই ঘটনার পর কাজের প্রতি আবেগটা ফিরে পেয়েছিলাম’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2019 09:45 PM (IST)
অঙ্গদ বেদীর সঙ্গে নোরার ডেট নিয়ে একটা সময় বেশ জল্পনা চলত। যদিও ওই সময় দুজনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। এবার এই প্রথম তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন নোরা।
মুম্বই: অভিনেত্রী তথা ডান্সার নোরা ফতেহি সম্প্রতি তাঁর কেরিয়ারে বেশ সাফল্য পাচ্ছেন। কেরিয়ারের একটা সোনালি পর্বের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। প্রেমের সম্পর্ক নিয়ে নোরা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। অঙ্গদ বেদীর সঙ্গে নোরার ডেট নিয়ে একটা সময় বেশ জল্পনা চলত। যদিও ওই সময় দুজনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। এবার এই প্রথম তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন নোরা। অঙ্গদ নেহা ধূপিয়াকে বিয়ে করেছেন। এর আগে নোরার সঙ্গে ডেট করতেন তিনি। পরে দুজনের সম্পর্ক ভেঙে যায়। নোরা এ প্রসঙ্গে বলেছেন, সব মেয়েরাই কোনও না কোনও সময়ে এ ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আমার পক্ষে পরিস্থিতি কিছুটা কঠিন ছিল। কেননা, আমি আদৌ এমনটা হবে বলে ভাবিনি। এতে খুব ভেঙে পড়েছিলাম। নোরা বলেছেন, প্রায় দুই মাস অস্থিরতার মধ্যে কেটেছিল। কিন্তু এটা বলতে পারি যে, ওই অনুভূতি আমাকে বেশ কিছুটা বদলে দিয়েছে। একটা সময় এমন ছিল যে, নিজের কেরিয়ার নিয়েও হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু ব্রেকআপের পর সাহস ফিরে পেলাম এবং কেরিয়ার নিয়ে ফের আবেগটা ফিরে পাই। আমি কাজ করে সবাইকে ভুল প্রমাণ করতে চেয়েছিলাম। এই জন্যই ব্রেকআপটা নিয়ে আর কোনও আফসোস নেই। কেননা, ব্রেকআপ না হলে আবেগটা ফিরে পেতাম না। এই আবেগটারই দীর্ঘ সময় খোঁজ করছিলাম।