কলকাতা: নোরা ফতেহি (Nora Fatehi)। বলিউডে বর্তমানে তিনি পরিচিত না। একেবারে মধ্যবিত্ত এক পরিবার থেকে উঠে আসা নোরা বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন নিজের প্রতিভার জোরেই। তবে কেরিয়ারের একেবারে শুরুর দিকে, নাকি তাঁকে তুলনা করা হত ক্যাটরিনা কইফের (Katrina Kaif)-এর সঙ্গে। অনেকেই বলতেন তাঁকে যে তিনি নাকি আগামী ক্যাটরিনা হতে চান। সেই কথা নাকি নোরার মতে এতটাই প্রভাব ফেলত যে তিনি মনোবিদের পরামর্শ পর্যন্ত করাতে হয়েছিল। সদ্য একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে সেই দিনগুলির কথা তুলে ধরেন নোরা। 


তাঁর কেরিয়ার কখনোই একেবারে সহজ ছিল না। কেরিয়ারের একেবারে শুরুর দিকেই বারে বারে ব্যর্থ হয়েছেন নোরা। বিভিন্ন জায়গায় অডিশন দিয়েও ডাক পাননি তিনি। সেই সময়ে নাকি তাঁকে বলা হত তিনি নাকি ক্যাটরিনা কইফের অনুকরণ করছেন। তিনি নাকি আগামী ক্যাটরিনা হতে চান। এই কথা নোরার ওপর মানসিকভাবে ভীষণ প্রভাব ফেলত। তার মধ্যেই একাধিকবার বাতিল হয়ে যাওয়াও তাঁর ওপর প্রভাব ফেলত। তাঁকে মনোবিদের পরামর্শ পর্যন্ত নিতে হয়েছিল। তবে সেই সমস্ত এখন অতীত। বলিউডে এখন নিজের মতো করেই কেরিয়ার তৈরি করেছেন। কাজ করেছেন একাধিক সিনেমা, আইটেম সং, সিনেমা ও মিউজিক ভিডিওতে। বলিউডে যথেষ্টই জনপ্রিয় নোরা।


কানাডায় জন্মগ্রহণ নোরার। বড়ও হয়েছেন সেখানেই। টরেন্টোর একটি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করে নোরা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে নোরা রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন। তবে নোরা প্রত্যেকটা সময়ে তাঁর সমস্ত সাক্ষাৎকারে বলে এসেছেন হৃদয় থেকে তিনি ভারতীয়। যেহেতু তাঁর কেরিয়ার শুরু এই ভারত থেকেই, সেই কারণেই ভারতকে এতটা ভালবাসেন নোরা। Roar: Tigers of the Sundarbans ছবির হাত ধরে প্রথম সিনেমায় পা রাখেন নোরা। তিনি CJ -র চরিত্রে অভিনয় করেছিলেন কেরিয়ারের প্রথম কাজে। 


 






আরও পড়ুন: Kinjal Nanda: 'যতদিন বিচার না পাচ্ছি, ভাইফোঁটা নেব না', আরজি করার নির্যাতিতার নামে শপথ কিঞ্জলের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে