মুম্বই: ১৪৭ রানের টার্গেট স্পিন সহায়ক পিচে চ্যালেঞ্জিং ছিল বটে, তবে সেই রান করতে নেমে এমন হবে তা হয়তো ভারতীয় টিম ম্যানেজমেন্টও ভাবেনি। আজাজ পটেলে সুবাদে ওয়াংখেড়েতে (IND vs NZ 3rd Test) তাসের ঘরের মতো ভাঙল ভারতীয় টপ অর্ডার। ভাগ্যিস ঋষভ পন্থ (Rishabh Pant) ছিলেন। পন্থের ব্যাটেই জয়ের স্বপ্ন দেখছে ভারত। বলা ভাল হার ও  ভারতের মাঝে তিনি একমাত্র সৈনিক। মধ্যাহ্নভোজে ভারতের স্কোর ৯২/৬। এখনও ম্য়াচ জিততে ভারতকে আরও ৫৫ রান করতে হবে।


দিনের শুরুতে নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেন রবীন্দ্র জাডেজা। গত রাতের স্কোরে মাত্র তিন রান যোগ করে শেষ উইকেটটি পড়ে কিউয়িদের। ১৭৪ রানে অল আউট হয় নিউজ়িল্যান্ড। ভারতের সামনে জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য নির্ধারিত হয়। যেখানে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১৬৩ রান করে ম্যাচ জেতার রেকর্ড, সেখানে ১৪৭ রান যে একেবারে সহজ হবে না, তা জানা কথাই। কিন্তু এহেন ধস নামবে, তা হয়তোই কেউ ভেবেছিলেন।  


তবে ওয়াংখেড়ের পিচে যেখানে বাকিরা টিকতেই পারছেন না, সেখানে শতাধিক স্ট্রাইক রেটে পন্থ হাফসেঞ্চুরি হাঁকালেন। প্রমাণ করে দিলেন, কেন তিনি বিশেষ প্রতিভা। প্রথম ইনিংসে ৩৬ বলে এসেছিল হাফসেঞ্চুরি। এই ইনিংসে ৪৮ বলে এল পন্থের ৫০। তিনি কার্যত একাই লড়লেন। রোহিত শর্মা বাদে আর কোনও ভারতীয় ব্যাটার তো দুই অঙ্কের রানও করতে পারেননি।


ভারতীয় ইনিংসের শুরুটা রোহিত আগ্রাসী মেজাজে করেছিলেন। তিনি প্রথম ওভারে যে চারটি মারেন, তাতে ব্যাটে বলে ঠিক সংযোগ না হলেও, বল বাউন্ডারি পার যায়। তবে সেই একইরকমভাবে পুল শটে বড় শট মারতে গিয়ে মিড উইকেটে ম্যাট হেনরির বলে ধরা দেন রোহিত। শুভমন গিল তো আজাজ পটেলের বলের লাইন মিস করে বোল্ড। বিরাট কোহলি স্লিপে ক্যাচ দেন। দেখতে দেখতেই ২৯ রানে আধা ভারতীয় দল সাজঘরে ফিরে যায়। এমন পরিস্থিতিতে রবীন্দ্র জাডেজাকে সঙ্গে নিয়েই পাল্টা লড়াই চালান ঋষভ পন্থ।


জাডেজা ও পন্থ ষষ্ঠ উইকেটে ৪২ রান যোগও করে ফেলেছিলেন। ভারতের ভাল জায়গার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে আজাজের বলে ব্যাড-প্যাডে আউট হন জাডেজা। ঋষভ কিন্তু নিজের আগ্রাসী ব্যাটিং থামাননি। বর্তমানে তাঁকে সঙ্গ দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর। নিউজ়িল্যান্ড ও জয়ের মাঝে যে ঋষভ দাঁড়িয়ে, তা কিন্তু বলাই বাহুল্য।


ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: রোহিত-রীতিকার পরিবারে আসছে নতুন সদস্য, জল্পনায় পড়ল সিলমোহর?