নয়াদিল্লি: বলিউড তারকাদের আশেপাশে সারাক্ষণই পাপারাৎজিদের (Paparazzi) আনাগোনা থাকেই। কখনও কোনও অনুষ্ঠানের বাইরে, কখনও বিমানবন্দরে, কখনও বাড়ির সামনে, বারবার পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন বলিউডের (Bollywood Stars) অজস্র অভিনেতা ও অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবার তাঁদের নিয়েই ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী নোরা ফতেহি (Nora Fatehi)। কী বললেন তিনি?
পাপারাৎজিদের প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন নোরা ফতেহি
সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাপারাৎজিদের প্রসঙ্গে ক্ষোভপ্রকাশ করেন অভিনেত্রী নোরা ফতেহি। তাঁর অভিযোগ পাপারাৎজিরা তাঁর শরীরের বিশেষ অঙ্গে জুম করে ছবি তোলেন এবং তাঁরা খুব বেশি সবকিছুর মধ্যে ঢুকে পড়েন।
পাপারাৎজিদের প্রসঙ্গে নোরা বলেন, 'আমার মনে হয় ওঁরা বোধ হয় এমন নিতম্ব এর আগে দেখেননি। ব্যাপারটা এরকমই। মিডিয়া কেবলমাত্র এটা আমার সঙ্গেই করে এমন নয়, বাকি অভিনেত্রীদের সঙ্গেও করে। হয়তো তাঁরা বাকিদের নিতম্বে জুম করেন না কারণ সেগুলো তাঁদের কাছে তেমন উত্তেজনামূলক নয়, কিন্তু তাঁদের শরীরের অন্যান্য অঙ্গে জুম করে ছবি তোলেন বিনা কারণে। কখনও কখনও মনে হয় যে জুম করে দেখার মতো কিছুই নেই, তাহলে কীসে ফোকাস করেন?'
'ম্যাডগাওঁ এক্সপ্রেস' অভিনেত্রী বলেন, 'তাঁদের (চিত্রগ্রাহকদের) জুম করার নেপথ্যে উদ্দেশ্য বোধ হয় ঠিক নয়, কিন্তু সেটা আলাদা প্রসঙ্গ। আমি প্রত্যেকজনকে ধরে ধকে শিক্ষা দিতে পারব না। আমি তা সত্ত্বেও যেমন ইচ্ছা সেভাবেই ঘুরি, এবং আমি আমার শরীর সম্পর্কে আত্মবিশ্বাসী।' নোরা ফতেহিকে এরপর দেখা যাবে 'বি হ্যাপি' ও 'মটকা'য়।
কাজের ক্ষেত্রে, নোরা ফতেহিকে এই বছরে 'ম্যাডগাওঁ এক্সপ্রেস' ও 'ক্র্যাক' ছবিতে দেখা গিয়েছে। অভিনেত্রী মূল খ্যাতি অর্জন করেন তাঁর নাচের জন্য। 'সত্যমেব জয়তে' ছবিতে 'দিলবর' তার উল্লেখযোগ্য উদাহরণ। এছাড়া তাঁকে শ্রদ্ধা কপূর, বরুণ ধবনের সঙ্গে 'স্ট্রিট ডান্সার ৩ডি' ছবিতে দেখা গিয়েছে।
এই প্রথম নয়। বলিউডের একাধিক তারকার রোষের মুখে এর আগেও পড়েছেন পাপারাৎজিরা। ব্যক্তিগত পরিসরে অযাচিতভাবে প্রবেশ করে ফেলেন চিত্রগ্রাহকেরা, এমন অভিযোগ তুলে সরব হয়েছেন আলিয়া ভট্টের মতো তারকাও। পাশে পেয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেককেই। এছাড়া বারবার ছবি তুলতে গিয়ে 'বিরক্তি' প্রকাশ করতে দেখা গিয়েছিল সেফ আলি খানকে। অন্যদিকে পাপারাৎজিদের প্রায়ই ধমকাতে দেখা যায় প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনকে। আবার একইসঙ্গে একাধিক তারকাকে চিত্রগ্রাহকদের সঙ্গে হাঠি-ঠাট্টা-মজার সম্পর্ক বজায় রাখতেও দেখা গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।