মুম্বই: 'বাহুবলী'র বিশাল সাফল্যের পর প্রভাস এবং অভিনেত্রী অনুষ্কা শেট্টিকে অনস্ক্রিনে ফের একসঙ্গে দেখা যাবে অ্যাকশন থ্রিলার 'সাহো' ছবিতে। কিন্তু বিভিন্ন সূত্রের দাবি, পর্দায় 'বাহুবলী'র মতো ব্লকবাস্টার হিট ছবি দিলেও, 'সাহো'-র জন্যে প্রভাসেব বিপরীতে প্রথম পছন্দ ছিল সোনাম কপূর। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সোনাম ছবিটিতে কাজ করেননি, তাই দর্শক ফের এই হিট জুটিকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন।



এক সূত্রের দাবি, 'সাহো'র চিত্রনাট্যটি আংশিক শুনিয়ে সোনামকে দেখা করতে বলেছিলেন ছবি নির্মাতারা। কিন্তু কোনও দিনই সেই বৈঠকটি হওয়া সম্ভব হয়নি। তবে প্রথমে জানা গিয়েছিল, ছবিটির চিত্রনাট্যটি পছন্দ হয়েছিল সোনামের। তবে অভিনেত্রীও যেমন দেখা করেননি, তেমন সোনামের সঙ্গে দেখা করার বিষয়ে কোনও উদ্যোগ নিতেও দেখা যায়নি ছবি নির্মাতাদের। তবে এই খবরের সত্যতা এখনও কোনও তরফ থেকেই স্বীকার করা হয়নি।

যেহেতু 'বাহুবলী-টু'তে প্রভাস, অনুষ্কার কেমিস্ট্রি মারাত্মক জনপ্রিয় হয়েছে, তাই নির্মাতারাও অনুষ্কাকে নিয়ে কাজ করার বিষয়ে যথেষ্ট আগ্রহী ছিল। ছবিটি পরিচালনা করছেন সুজিথ। ছবির বেশিরভাগ শ্যুটিং হবে মুম্বইতে। ছবিতে অভিনয় করছেন নীল নীতীন মুকেশও।