রোজারিও:  উত্তর আর্জেন্তিনার রোজারিও শহরে এখন চাঁদের হাট। লিওনেল মেসির বিয়ে বলে কথা। আজ তাঁর বান্ধবী আন্তোনেলা রোকুজো-কে বিয়ে করছেন ফুটবলের সুপারস্টার। বার্সিলোনা ও আর্জেন্তিনা দলে তাঁর সতীর্থ ফুটবলাররা সহ ২৬০ জন থাকছেন বিয়ের আসরে আমন্ত্রিতদের তালিকায়। লুইস সুয়ারেজ, নেইমার, জেরার্ড পিকেদের সঙ্গে থাকবেন শাকিরাও। মেসির বিয়েতে গাইতেও শোনা যাবে শাকিরাকে।

বিয়েতে পাত্রী পরছেন স্প্যানিশ ডিজাইনার রোজা ক্লারার ডিজাইন করা পোশাক। এই ডিজাইনারের ডিজাইন করা পোশাক পরেছেন হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া, সোফিয়া ভার্গারা। তাঁরা ছাড়াও স্পেনের রানি নেটিজিয়ার পোশাকও ডিজাইন করেছেন এই ডিজাইনার।

ভারতীয় সময় শনিবার ভোর রাত ৩ বেজে ৩০ মিনিট থেকে রোজারিও শহরের হোটেল সিটি-সেন্টার ক্যাসিনোতে এসে হাজির হবেন অতিথিরা। তবে আর্জেন্তিনা শহরের এই হোটেলের পাশেই রয়েছে কুখ্যাত বস্তি, যাকে সারা বিশ্ব চেনে মাদাক-পাচারের জন্যে। তবে এই শহরে বিয়ের অনুষ্ঠানটি করতে পেরে ভীষণই খুশি মেসি, কারণ এই বিয়ের জন্যে মেসির বিদেশী বন্ধুরা, তাঁর প্রাণের চেয়েও প্রিয় এই শহরটিকে চিনে নেবেন।

আজকের বিয়ের অনুষ্ঠানে খাদ্য তালিকায় মূলত স্থানীয় খাবারই বেশি থাকবে। জানা গিয়েছে,  ফুটবলের যুবরাজের নির্দেশে স্থানীয় খাবার যেমন লোক্রো স্টিউ, এম্পানাডা প্যাস্টিস থাকবে। থাকবে আর্জেন্তিনা স্পেশাল বিফ রোস্ট যেমন চিটারলিঙস, গিজার্ডস এবং কিডনিস।

বিয়ের আসরে পারফর্ম করবে উরুগুয়ের পপ ব্যান্ড রোম্বাই এবং মারামা প্লাস গায়িকা করিনা, আর্জেন্তিনীয় ফুটবলার সের্জিও অগুরোর স্ত্রী। তবে শাকিরার পারফর্ম করার খবরও স্থানীয় সূত্র থেকে পাওয়া গেছে।

প্রায় ১৫৫ জন সাংবাদিক উপস্থিত থাকবে আজকের অনুষ্ঠানটি কভার করার জন্যে। তবে চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনীও থাকবে। মেসি এবং বান্ধবী রোকুজর দুটি সন্তানও রয়েছে। একজন থিয়াগো (৪) এবং একজনের বয়স একবছর (ম্যাটিও)। দুজনেরই জন্ম বার্সিলোনায়।মেসির সঙ্গে রোকুজর পরিচয় কৈশোর বয়সে।