নয়াদিল্লি: বিজেপিকে হঠাতে ‘ঐক্যবদ্ধ’ বিরোধী ফ্রন্টের হয়ে জোরাল সওয়াল করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া। জানিয়ে রাখলেন, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী-মুখ বলে মেনে নিতে তাঁর কোনও আপত্তি নেই।


তিনি বলেন, মমতাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে স্বাগত। ইন্দিরা গাঁধী ১৭ বছর দেশ শাসন করেছিলেন। তাঁর প্রশ্ন, কেন স্রেফ পুরুষরাই প্রধানমন্ত্রী হবেন? কেন মমতা বা মায়াবতী নন? দেবগৌড়ার দাবি, তিনি কোনওদিনই মহিলা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৬ সালে তিনিই মহিলা সংরক্ষণ বিল এনেছিলেন।


প্রাক্তন প্রধানমন্ত্রী জানান, তৃতীয় ফ্রন্ট এখনও ‘প্রাথমিক পর্যায়ে’ রয়েছে। তবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব অ-বিজেপি দলকে এক ছাতার তলায় আনতে কঠোর পরিশ্রম করছে। প্রসঙ্গত, ১৯৯৬ সালে কেন্দ্রে জনতা দল নেতৃত্বাধীন ইউনাইটেড ফ্রন্টের মাথা হিসেবে প্রধানমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়া। কিন্তু, সেই সরকার এক বছরও টেকেনি।


সম্প্রতি, কংগ্রেস সহ একাধিক বিরোধী দল ভোটের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে অনিচ্ছা প্রকাশ করেছে। তাদের মতে, নির্বাচনের আগে নাম ঘোষণা হয়ে গেলে তা বিরোধী জোটের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই দিক দিয়ে দেবগৌড়ার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


যদিও, সূত্রের খবর, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কয়েকদিন আগে ঘনিষ্ঠ মহলে এ-ও জানিয়েছে, অ-বিজেপি ও অ-আরএসএস কোনও রাজনৈতিক দল থেকেও বিরোধী মুখ নির্বাচিত করতে কোনও আপত্তি নেই শতাব্দীপ্রাচীন দলের। প্রসঙ্গত, কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধে কর্নাটকে জোট সরকার গঠন করেছে দেবগৌড়ার দল জেডিএস। তিনি জানান, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে কংগ্রেস।