আইসিসি এক বিবৃতিতে বলেছে, আচরণবিধির লেভেল ১ ভঙ্গে দোষী হওয়ায় ইশান্তের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা হয়েছে। একইসঙ্গে একটি ডেমেরিট পয়েন্টও বরাদ্দ হয়েছে তাঁর।
বিবৃতিতে বলা হয়েছে, গতকাল প্রথম সেশনের খেলায় ওই ঘটনাটি ঘটে। মালানকে আউট করার পর একেবারে তাঁর কাছে গিয়ে উত্সব করেন ইশান্ত। ম্যাচ অফিসিয়ালদের মতামত, এই আচরণ আউট হওযা ব্যাটসম্যানকে প্ররোচিত করতে পারত।
দিনের খেলার শেষে নিজের ত্রুটি স্বীকার করেন ইশান্ত। আইসিসি-র ম্যাচ রেফারি যে সাজার কথা বলেন, তা গ্রহণ করেন এই ভারতীয় পেসার। আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ইশান্তের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার, তৃতীয় এবং চতুর্থ আম্পায়ারও।