মুম্বই:  অভিনেত্রী-লেখিকা সোনালি বেন্দ্রে ক্যান্সার আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় সেকথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন মাসখানেক আগে। তারপর একদিন সোনালি কেমোথেরাপির জন্যে তাঁর চুল কেটে ফেলার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে কেঁদেও ফেলেন। তবে লড়াই থামাননি নায়িকা। দিন দুয়েক আগে সোনালির স্বামী গোল্ডি বহেল জানান, সোনালি ক্যান্সারের চিকিতসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

 

এবার সোশ্যাল মিডিয়ায় নিজের কেশহীন ছবি শেয়ার করে সোনালি মন্তব্য করলেন 'বাল্ড ইজ বিউটিফুল'। বন্ধু দিবসের দিন সুজান খানের সঙ্গে নিজের কেশহীন একটি ছবি দিয়ে লড়াইকে এক অন্যমাত্রা দিয়েছেন নায়িকা। সুজানের সঙ্গে সোনালির এই ছবিটি তুলে দিয়েছেন হৃত্বিক রোশন।




সোনালি শুধু কেশহীন হাসি মুখের ছবিই দেননি, সঙ্গে লিখেছেন তাঁকে এভাবে দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। তবে অভিনেত্রীর দাবি, তিনি বর্তমানে ভীষণই খুশি। কেন খুশি, সেটাও বলেছেন সোনালি। কারণ, তিনি জীবনের এখন প্রতিটা মুহূর্তে বাঁচছেন, বাঁচার চেষ্টা করছেন। জীবনকে এক অন্য আঙ্গিকে দেখছেন।

যদিও মাঝে মাঝে জীবন তাঁকে ধাক্কা দিয়েছে। তিনি সমস্ত আশা শেষ হয়ে যেতে দেখেছেন। তারপর ফের ফিরে এসেছেন জীবন-যুদ্ধে।