কলকাতা: তাঁর বিয়ে, সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া, গুঞ্জন ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতেও। সেই সমস্ত গুঞ্জনের 'আইনত' ইতি তাঁরা ঘটিয়েছেন ১৪ ফেব্রুয়ারি। সম্পর্ককে আইনি সিলমোহর দিয়েছেন তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। এর আগে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinki Banerjee)-র সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন কাঞ্চন। কিন্তু, পিঙ্কিই প্রথমা স্ত্রী ছিলেন না কাঞ্চনের। এর আগেও একবার বিয়ে হয়েছিল কাঞ্চনের। জানেন কে ছিলেন কাঞ্চনের প্রথমা স্ত্রী? 


কাঞ্চনের প্রথমা স্ত্রীও ছিলেন টলিউড ইন্ডাস্টিরই মানুষ, অভিনেত্রী অনিন্দিতা দাস (Anindita Das)। খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন অনিন্দিতা ও কাঞ্চন। প্রেমের বিয়ে ছিল তাঁদের। সাড়ে সাত বছরের দাম্পত্য ছিল কাঞ্চন ও অনিন্দিতার। এরপরে তিক্ততার জেরেই সম্পর্কে ইতি টানেন তাঁরা। এরপরে পিঙ্কির সঙ্গে বৈবাহিক সম্পর্কে যান কাঞ্চন। অনিন্দিতা ও কাঞ্চনের কোনও সন্তান ছিল না। কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদের পরে আর বিয়েও করেননি অনিন্দিতা।


'চুনি-পান্না' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অনিন্দিতা। এরপরে, 'রোজা', 'গৌরীদান', ‘গৌরী এল’, 'দত্ত অ্যান্ড বৌমা’ -এর জনপ্রিয় ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিন্দিতা। বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। 'হারভার্ট' ছবিতে কাজ করেছেন তিনি। আপাতত 'তুমি আশেপাশে থাকলে'-র মতো জনপ্রিয় ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। তবে অতীত সম্পর্ক নিয়ে আর ভাবতে চান না তিনি। কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদের পরে আর বিয়ে করেননি অনিন্দিতা। বাবা-মা আর পোষ্যকে নিয়েই তাঁর সংসার। বিয়ে নিয়েও এখনও পর্যন্ত কোনও পরিকল্পনা নেই তাঁরা। একাধিক তথ্যচিত্রেও কাজ করেছেন অনিন্দিতা। আপাতত কাজ ও নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত তিনি। সেই নিয়েই ডুবে থাকতে চান কাজে। 


পিঙ্কির সঙ্গে কাঞ্চনের সম্পর্কের ইতি হয়েছে। আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী। আগামী ৬ মার্চ সামাজিক বিবাহ হওয়ার কথা তাঁদের। ঘনিষ্ঠবৃত্তেই এই অনুষ্ঠান সারবেন তাঁরা। তারপরেই নাকি একসঙ্গে থাকা শুরু করবেন কাঞ্চন ও শ্রীময়ী। শুরু করবেন, তাঁদের জীবনের নতুন অধ্যায়। 


 


আরও পড়ুন: Kanchan on Sreemoyee: নতুন জীবন শুরু তৃণমূল বিধায়কের, অবশেষে শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কাঞ্চন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।