সমীরণ পাল, বনগাঁ: জেলায় জেলায় আধার কার্ড (Aadhar Card Cancel) বাতিলের অভিযোগে এবার আন্দোলনের হুঁশিয়ারি সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিলেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)।


আন্দোলনের হুঁশিয়ারি: রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছেছে আধার কার্ড বাতিলের চিঠি। আধার কার্ড বাতিল নিয়ে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বৈঠক করলে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। সেখানে উপস্থিত ছিলেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর সহ সঙ্ঘের সদস্যরা এবং মতুয়া ভক্তরা। মমতা ঠাকুর বলেন, "যাঁদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তার মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশই মতুয়া সম্প্রদায়ের। কেন্দ্র ঘুড়িয়ে ডিজিটাল NRC করে দিল। মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে। আগামী দিনে অঞ্চল এবং ব্লকে ব্লকে আন্দোলন হবে। তারপরও সমস্যার সমাধান না হলে ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসব।''


আধার বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী সরব হওয়ার পর সামনে আসছে একের পর এক অভিযোগ। জামালপুর, দুর্গাপুর, কৃষ্ণগঞ্জ, নাকাশিপাড়ায় বাড়ি বাড়ি আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি এসেছে। যাতে অথৈ জলে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এরপর ব্যাঙ্ক বা রেশন সংক্রান্ত সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "তফশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন। সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে। তাঁদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে। নমঃশূদ্রদের করা হচ্ছে। এবং গরিব মানুষ, ক্ষেতমজদুর, খেটে খাওয়া মানুষ। প্রত্যেকটা জেলায় করা হয়েছে। অথচ রাজ্য সরকার কিছু জানে না। জেলা প্রশাসন কিছু জানে না। গায়ের জোরে, লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের, জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে, জমিদাররাও আগে এই ধরনের আচরণ করত না। এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে। যাকে ইচ্ছে তাঁর কার্ড কেটে নেওয়া হচ্ছে।''


আধার কার্ড বাতিল প্রসঙ্গে এদিন শান্তনু ঠাকুর বলেন, “যে সমস্ত মানুষদের যারা ওপার বাংলা থেকে এসেছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাকটিভ হয়ে গেছে, পাশাপাশি, ব্য়াঙ্ক অ্য়াকাউন্টও ডিঅ্য়াক্টিভ হয়ে গেছে। তাঁরা যেন বিভ্রান্ত না হয়, তার জন্য় আজকে আমি যে বার্তাটা তাদের কাছে দিতে চাই, যে আমরা একটা ইমেল আইডি আমরা দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি।’’ পাল্টা মমতাবালা ঠাকুর বলেছেন, "যদি কোনও টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে সেটা নিয়ে বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। শান্তনু ঠাকুর যখন বলছেন তাহলে তিনি ঠিক করে দিন। যাঁদের আধার কার্ড বাতিল হয়েছে তাঁদের বলব সকলে শান্তনু ঠাকুরের বাড়িতে আসুন।'' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Sandeshkhali Update: সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ